শেষ মুহূর্তে ইরানের চমক, ওয়েলসের জালে ২ গোল
এক লাল কার্ডে বদলে গেল পুরো ম্যাচের চিত্র। যে ম্যাচটি ড্রয়ের পথে এগিয়ে যাচ্ছিল তা অবিশ্বাস্যভাবে জিতে নিল ইরান। শুক্রবার (২৫ নভেম্বর) আল রায়ানে বিন আলি স্টেডিয়ামে ইনজুরি মিনিটের অন্তিম মুহূর্তে দুই গোল করে ওয়েলসকে হারিয়ে দিয়েছে তারা।
ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য বজায় রেখে খেলে ওয়েলস। আর শুরু থেকেই আক্রমণে কিঞ্চিৎ এগিয়ে ছিল ইরান, যা দারুণভাবে সামলেন নিচ্ছিলেন ওয়েন হেনেসি। ওয়েলস গোলরক্ষকই যখন ভুল করে দেখলেন লাল কার্ড, তখন আরও আগ্রাসী হয়ে উঠে কার্লোস কুইরোজের শিষ্যরা। ইনজুরি সময়ের অষ্টম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় ইরান।
তিন মিনিট বাদে আসে দ্বিতীয় গোল। শেষ মুহূর্তে ইরানিদের খেলা দেখে বোঝার উপায় ছিল না যে এই দলটা ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট শুরু করেছে। সেটা যাই হোক, জয়ে ফিরে নকআউটে উঠার লড়াইয়ে দারুণভাবেই টিকে থাকল ইরান। অন্যদিকে ড্রয়ের পর হেরে বিদায় শঙ্কায় পড়ল ওয়েলস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোলশূন্য ড্র করেছেন গ্যারেথ বেলরা।
দলের হারের কারণে ওয়েন হেনেসিকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারেন কোচ রব পেজ। কেননা অহেতুক এক ফাউল করে ৮৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন ওয়েলস গোলরক্ষক। ইরান অ্যাটাকার মেহেদী তারেমির আক্রমণ রুখতে গিয়ে ডি-বক্সের বাইরে ছুটে আসেন ওয়েলস গোলরক্ষক। তার বাজে ট্যাকল টিভি রিপ্লেতে দেখে হেনেসিকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি, যা এবারের টুর্নামেন্টে প্রথম।
হেনেসির নির্বুদ্ধিতার চড়া মূল্য দিতে হয়েছে ওলেয়সকে। গোলরক্ষক ড্যানি ওয়ার্ডকে মাঠে নামাতে মিডফিল্ডার অ্যারন র্যামসিকে তুলে নেন কোচ রব পেজ। সেই সুযোগটাই কাজে লাগায় ইরান। যোগ করা সময়ে ওয়ার্ডকে বোকা বানিয়ে প্রথমে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার রাউজবেগ চেশমী। সেই আনন্দের রেশ না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন রামিন রেজাইয়ান।
অথচ ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রাখে ওয়েলস। কিন্তু বেল ও তার আক্রমণভাগ ছিল নিদারুণ, যেমনটা ঘটেছিল যুক্তরাষ্ট্র ম্যাচেও। ইরানের বিপক্ষে সব মিলে ৮টি শট নিতে পারেন বেলরা। লক্ষ্যে ছিল মাত্র ৪টি। বিপরীতে ৬টি অন-শটসহ মোট ১২টি প্রচেষ্টা দেখায় ইরান। শেষতক আগ্রাসী ফুটবল খেলার উপহার পেয়েছে তারা। মাঠ ছেড়েছে ২-০ গোলে জয় নিয়ে।
দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম রাউন্ডেই বিদায়ের শঙ্কায় ওয়েলস। ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট ‘বি’ গ্রুপের টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে পেজের দল। সমান ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে ইরান।
এসজি