নেইমারকে নিয়ে স্বস্তির খবর দিলেন তিতে

সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। শুরুটা উড়ন্ত হলেও দুশ্চিন্তা বাড়িয়েছে দলের প্রাণভোমরা নেইমারের গোড়ালির চোট। সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচের শেষের দিকে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। নেইমারের চোখ ছলছল করছিল তখন।
নেইমারের চোখের জল ভক্তকুলকে ভাবাচ্ছে পুরোদমে। সবাই আশঙ্কায় বিশ্বকাপ কি শেষ হয়ে গেল তার? কিংবা আগামী সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দেখা যাবে তো নেইমারকে। ব্রাজিল কোচ তিতে অবশ্য যা বলেছেন তাতে স্বস্তি পেতে পারে ব্রাজিল সমর্থকরা।
তিতে বেশ বলিষ্ঠ কণ্ঠেই বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী, নেইমার খেলবে। সে বিশ্বকাপে খেলা চালিয়ে যাবে। আমি দেখিনি সে আঘাত পেয়েছে। ব্যথা সয়েও খেলে যাওয়ার সামর্থ্য তার ছিল। এমনকি সে আমার চোখও ফাঁকি দিয়েছে।’
সার্বিয়ার বিরুদ্ধে নান্দনিক এক ওভারহেড ভলিতে গোল করা রিচার্লিসন নেইমারের চোট প্রসঙ্গে বলেন, ‘সে গোড়ালিতে আঘাত পেয়েছে। আমি তাকে বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব সেরে উঠার জন্য। ব্যথার জায়গায় প্রচুর বরফ দিতে হবে, যাতে পরের ম্যাচে তাকে শতভাগ পাওয়া যায়। হোটেলে যখন যাব, তার কী অবস্থা সেটা দেখব।’
এসজি
