ছেলেবেলার স্বপ্ন সত্য হয়েছে: রিচার্লিসন
মাসখানেক আগে চোটে পড়েছিলেন রিচার্লিসন। সেই ইনজুরিতে শঙ্কায় পড়েছিলেন বিশ্বকাপে খেলা নিয়ে। তবে মনের জোরে শঙ্কা দূর করেছেন তিনি। ফিট হয়ে নেমেছেন বিশ্ব মঞ্চে এবং কাতারে জোড়া গোলে ব্রাজিলকে জিতিয়েছেন উদ্বোধনী ম্যাচ। দুর্দান্ত শুরুর পর রিচার্লিসন জানালেন তার ছেলেবেলার স্বপ্ন সত্য হয়েছে।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে সার্বিয়ার বিপক্ষে ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করেন রিচার্লিসন। ৭৩ মিনিটে ওভারহেড-কিকে তার গোলটি ছিল দেখার মতো। নিজের জাদুকরী পারফরম্যান্সের পর ২৫ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘ছেলেবেলার স্বপ্ন সত্য হয়েছে। আমরা ভালো খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে যখন আমাদের প্রতিপক্ষরা ক্লান্ত হতে শুরু করে এবং আমরা সেই সুযোগটা নিয়েছিলাম।’
ব্রাজিলিয়ান তারকা চোটে পড়েছিলেন গত অক্টোবরের মাঝামাঝি সময়ে। এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে পায়ের পেশিতে ব্যথা পেয়েছিলেন তিনি। সেই সময়টা কতটা কঠিন ছিল তা এভাবেই জানালেন রিচার্লিসন, ‘শঙ্কায় থাকায় চার সপ্তাহ আগে আমি কেঁদেছিলাম। যেদিন আমি পরীক্ষার জন্য গিয়েছিলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে ধীরগতির, কারণ আমি সেখানে স্ট্রেচারে ছিলাম এবং রিপোর্ট পাওয়ার অপেক্ষা ছিলাম।’
রিচার্লিসন যোগ করেন, ‘চিকিৎসকরা চলে যাচ্ছিলেন। আর আমি স্নায়ুচাপে ভুগছিলাম। পুনর্বাসন প্রক্রিয়ায় আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি। দিনে তিনটি সেশন করেছি, কারণ আমি বিশ্বকাপে আসতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
ব্রাজিলিয়ান তারকার মতে, ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারে করা কঠোর অনুশীলনের ফল তার দ্বিতীয় গোলটি, ‘অনুশীলনে আমি একই রকম একটি গোল করেছি। আজ (মঙ্গলবার) ভলিতে সুযোগ পেয়েছিলাম এবং এটি কাজে এসেছে।’
রিচার্লিসন বলেন, ‘আমি গত সপ্তাহে বলেছিলাম যে তাদের (সার্বিয়ার) রক্ষণভাগ ভেদ করা কঠিন। তবে ইংল্যান্ডের আমি এমন ম্যাচ খেলে অভ্যস্ত, যেখানে দলগুলো নিজেদের অর্ধে বসে থাকে। তাই আমি জানতাম যে যদি সুযোগ আসে, তাহলে এটা (ওভারহেড-কিক) আমাকে নিতে হবে।’
এসএন