সর্বোচ্চ আয়ের তারকা ফুটবলার যারা
কোটি কোটি ভক্ত, ফুটবলপ্রেমী সারা দুনিয়াতে এখন বিশ্বকাপের খেলাগুলো দেখছেন। বিভিন্ন দেশের হয়ে সবচেয়ে প্রতিভাবান ও প্রবল জনপ্রিয় ফুটবলাররা ফিফা বিশ্বকাপ ২০২২-এ অংশ নিচ্ছেন কাতারে।
বিশ্বকাপে বিভিন্ন দেশের বিখ্যাত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাতে অংশ নেওয়া এমন অনেক ফুটবলার আছেন যারা বিশ্বের সবচেয়ে বেশি টাকা বেতন পান।
তারা ২০ নভেম্বর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ জয় করতে খেলছেন। তাদের দেশের নাম উজ্জ্বল করতে প্রতিভা ও নৈপুণ্যের জাদু প্রদর্শন করছেন।
বিশ্বের প্রথম পাঁচজন সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়রা একত্রে আনুমানিক ৪শ ৫২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন এই মৌসুমে। তারা হলেন:
কিলিয়ান এমবাপ্পে: বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হলেন ফ্রান্সের ২৩ বছর বয়সের এই ফুটবলার। তিনি আনুমানিক ১২৮ মিলিয়ন মার্কিন ডলার এই মৌসুমে বেতন পেয়েছেন তার দল প্যারিস সেন্ত-জার্মেই থেকে। আরও ২৮ মিলিয়ন ডলার পেয়েছেন ক্রীড়া সামগ্রীগুলোর বিজ্ঞাপনের চুক্তি থেকে।
লিওনেল মেসি: অন্যতম বিশ্বসেরা তারকা আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি এই মৌসুমে ১২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তার মধ্যে বিজ্ঞাপনের আয়ও আছে। তিনিও প্যারিস সেন্ত-জার্মেইতে খেলেন।
ক্রিস্টিয়ানো রোনালদো: পর্তুগালের অধিনায়ক ৪০ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেয়েছেন মাঠে খেলার জন্য। তবে তার বিজ্ঞাপনের আয় বেতনের চেয়েও অনেক বেশি। সেখান থেকে তিনি লাভ করেছেন ৬০ মিলিয়ন মার্কিন ডলার। একাই তিনি এই মৌসুমে আনুমানিক ১শ মিলিয়ন মার্কিন ডলার বেতন পেয়েছেন।
নেইমার জুনিয়র: ব্রাজিলের নেইমার জুনিয়র আনুমানিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন এবার। বেতন হিসেবে ৫৫ মিলিয়ন আর ৩২ মিলিয়ন মাঠের বাইরের আয় তার। তিনিও প্যারিস সেন্ত-জার্মেইয়ের একজন বিখ্যাত ফুটবলার।
রবার্ট ল্যাভেনডভস্কি: পোল্যান্ডের বিখ্যাত ফুটবলার রবার্ট ল্যাভেনডভস্কি এই ২০২২-’২৩ মৌসুমে আনুমানিক ৩৫ মিলিয়ন মাকিন ডলার বেতন পেয়েছেন। ৮ মিলিয়ন মাঠের বাইরের আয়। তিনি পোল্যান্ড জাতীয় দলের অধিনায়ক ও ৩৪ বছরের স্ট্রাইকার।
এমএমএ/