ভারতের বিপক্ষে ওয়ানডে দলে চমক নেই
কোনো ধরনের চমক ছাড়াই ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই সিরিজ পর আবার দলে ফিরেছেন সাকিব আল হাসান। উইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তিনি ছুটিতে ছিলেন। ওই দুই সিরিজ বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় সাকিব ছুটি নিয়েছিলেন।
সাকিবের মতো দলে ফিরেছেন ইয়াসির আলী। তিনি ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না। দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হেবে ৪ ডিসেম্বর। ৮ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ। এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।
এমএইচ/এসজি