সিলেটের স্বপ্ন পূরণে সারথি মাশরাফি
বিপিএলে সিলেটই একমাত্র দল যারা এখস পর্যন্ত একটিবারও ফাইনাল খেলতে পারেনি। কোয়ালিফায়ার রাউন্ডে উঠেছিল একবার মাত্র। বাকি ৬ দলই ঘুরে ফিরে এক থেকে একাধিকবার ফাইনাল খেলেছে।
ঢাকা পাঁচবার খেলে তিন বার চ্যাম্পিয়ন। কুমিল্লা তিন বার খেলে তিন বারই চ্যাম্পিয়ন। দুইবার ফাইনাল খেলে একবার চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী। একবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। এ ছাড়া বরিশাল দুইবার ও খুলনা একবার ফাইনাল খেলে রানার্সআপ হয়েছে।
একবার ছাড়া প্রতিবার প্লেয়ার্স ড্রাফট হওয়ার পর সবচেয়ে দুর্বল দল হিসেবে আখ্যায়িত হয়। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান থাকে নিচের দিকে। সবার আগে তারাই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে। এর অন্যতম একটি কারণ ছিল এক এক আসরে এক এক ফ্রাঞ্চাইজির আগমন।
অতীতের ন্যয় এবারও নতুন ফ্রাঞ্চইজি। কিন্তু তারা বদলে দিতে চান অতীতের যতো মলিন ইতিহাস। সে লক্ষ্যে তারা বিপিএলর সবচেয়ে ‘লাকি’ অধিনায়ক মাশরাফিকে দলে টেনে নেয় সরাসরি। জাঁকজমকভাবে করে লোগো উন্মোচন।
বিপিএলর সবচেয়ে সফল অধিনায়কের হাত ধরেই সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি উপহার দিতে চান শিরোপা। আজ প্লেয়ার্স ড্রাফট শেষে মাশরাফির দিকে ছুড়ে গিয়েছিল এই প্রশ্ন। তিনি সরাসরি বলেননি শিরোপা জেতার কথা। জানান,‘এখানে প্রত্যেকটা দলই আসলে খেলবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। চ্যাম্পিয়নের হওয়ার কোনও নিশ্চয়তা দেয়া যায় না।’
তিনি বলেন, ‘যত ভালো দলই করেন না কেন চ্যাম্পিয়নের কোন নিশ্চয়তা নেই। অনফিল্ডে ভালো খেলবে যারা, তাদের সুযোগ ভালো থাকবে।’ সিলেঠ সিক্সার্সের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী লন্ডন থেকে এসে সরাসরি প্লেয়ার্স ড্রাফটে অংশ নেন দুপুরের দিকে।
দল নিয়ে তিনি বলেন, ‘তাদের কয়েকজন টার্গেট প্লেয়ার ছুটে গেছে। তাদের ডাকার সুযোগ পাননি।’ তৌফিক খান তুষারের নাম উল্লেখ করে তিনি বলেন, আমরা তুষারকে নিতে চেয়েছিলাম। কিন্তু তাকে ডাকার সুযোগ পাইনি। তার আগেই অন্য দল নিয়ে নিয়েছে।’
এমপি/এমএমএ/