দক্ষিণাঞ্চলের টানা দ্বিতীয় জয়
বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ান ডে আসরে মধ্যাঞ্চলকে ২৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণাঞ্চল। মধ্যাঞ্চলের এটি ছিল দুই ম্যাচে দ্বিতীয় হার। অপর ম্যাচে পূর্বাঞ্চলকে ৬১ রানে পরাজিত করে উত্তরাঞ্চল। পূর্বাঞ্চলের এটি ছিল প্রথম হার ও উত্তরাঞ্চলের প্রথম জয়।
বিকেএসপির ৪ নম্বর মাঠে নাঈম ইসলামের সেঞ্চুরি (১০২), নাসির হোসেন ৭৫, মোহাম্মদ নাঈমের ৬৩ রানে দক্ষিণাঞ্চল ৫ উইকেটে ২৮২ রান করে। নাঈম ১০৬ বলে ১ ছক্কা ও ১২ চারে ১০২ রান করে রবিউল হকের বলে বোল্ড হন। নাঈম ইসলাম তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈমের সঙ্গে ৯৯ ও নাসির হোসেনের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৪০ রান যোগ করেন। এই তিন জন ছাড়া দক্ষিণাঞ্চলের আর কোনো ব্যাটসম্যান রান করতে পারেননি। রবিউল হক ৪৩ রানে নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে মধ্যাঞ্চল ৯ উইকেটে ২৫৬ রান করে। দলের পক্ষে জাকের আলী ৫৩, মোসাদ্দেক হোসেন ৫১, তাইজুল ইসলাম অপরাজিত ৩৩, মুমিনুল হক ২৯ ও নাজমুল হোসেন শান্ত ২৩ রান করেন। মেহেদি হাসান মিরাজ ৩০ রানে নেন ৩ উেইকেট। ২টি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও নাসির হোসন। ম্যাচ সেরা হন নাঈম ইসলাম।
বিকেএসপির ৩ নম্বর মাঠে উত্তরাঞ্চল টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচসেরা ফজল মাহমুদ রাব্বির ৯০, মোহাম্মদ সাইফউদ্দিনের ৪৪ রানে ভর করে ৮ উইকেটে ২১৬ রান করে। পূর্বাঞ্চলের ২টি করে উইকেটে নেন আশিকুর জামান, মাহেদি হাসান ও রেজাউর রহমান রাজা। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে পূর্বাঞ্চল ৪৪.৩ ওভারে ১৫৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে। এ ছাড়া ইয়াসির আলী ৪১, আফিফ হোসেন ২৬ রান করেন। শামিম হোসেন ২৫ রানে ৩ উইকটে। ২টি করে উইকেট নেন রিপন মন্ডল ও শফিকুল ইসলাম। এই ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ওপেনার তামিম ইকবাল। রিপন মন্ডলের একটি বল লাফিয়ে উঠে উইকেটের পেছনে কিপারে হাতে জমা পড়ে। বল তামিমের ব্যাটে লাগেনি। তারপরও আম্পায়ার আউট দিলে তামিম ইকবাল গিয়ে আম্পায়ারকে ‘আপনি কি পাগল’ বলে মন্তব্য করেন।
এমপি/আরএ/