হারের অজুহাত দিতে চান না মেসি
উড়তে থাকা আর্জেন্টিনাকে মাটিতে আছড়ে ফেলেছে সৌদি আরব। যে দলটি ৩৬ ম্যাচ অপরাজেয় থেকে বিশ্বকাপে, তাদের হারিয়ে টুর্নামেন্টের শুরুতেই সাড়া ফেলেছে হার্ভে রেনার্ডের শিষ্যরা। আর স্তব্ধ আর্জেন্টাইনরা। লিওনেল মেসি অবশ্য মুখে তালা দেননি। তবে হারের কোনো অজুহাত দিতে চান না আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেন, ‘আমরা জানতাম যে সৌদি আরব এমন একটি দল যেখানে ভালো খেলোয়াড় রয়েছে, তারা বল নিয়ে ভালো ছুটতে পারে এবং অন্যদের পেছনে ফেলতে পারে। আমরা এ নিয়ে কাজ করেছি, কিন্তু হয়তো তাড়াহুড়ো করেছি। কোনো অজুহাত দিতে চাই না।’
এক হারেই বিদায়ের শঙ্কা জেগেছে আর্জেন্টিনা শিবিরে। তাই ঐক্যের ডাক মেসির, ‘আমরা আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হতে যাচ্ছি। এই দলটি শক্তিশালী এবং তারা তা দেখিয়েছে। এটি এমন একটি পরিস্থিতি যার মধ্য দিয়ে দীর্ঘ সময় যেতে হয়নি আমাদের। এখন আমাদের দেখাতে হবে এটি একটি আসল দল।’
৩৫ বছর বয়সী ফরোয়ার্ড যোগ করেন, ‘(সৌদি আরবের বিপক্ষে হার) এটা সবার জন্য কঠিন ধাক্কা। আমরা এভাবে শুরু করব বলে আশা করিনি। সবকিছুর পেছনে কারণ থাকে... সামনে যা আসছে তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের জিততে হবে এবং এটি আমাদের উপরই নির্ভর করে।’
এসজি