স্পেন না পারলে এনরিকের পছন্দ মেসি
স্পেনের কোচ লুইস এনরিকে বলেছেন, তার দল যদি বিশ্বকাপ জয় করতে না পারে কাতার বিশ্বকাপে, তাহলে তিনি লিওনেল মেসি আর্জেন্টিনাকে নিয়ে এরপর লুইস সুয়ারেজ উরুগুয়েকে নিয়ে জয় দেখতে পছন্দ করবেন।
লুইস এনরিকে বিস্তারিত বলেন, ‘যদি আমরা তা জিততে না পারি, আমি পছন্দ করব আর্জেন্টিনাকে। এ খুব অন্যায় হতে পারে যে, মেসির মতো উচ্চতার একজন খেলোয়াড় একটি বিশ্বকাপ ছাড়া অবসর নেবে। এই কথাটি উরুগুয়ের জন্যও লুইস সুয়ারেজের কারণে প্রযোজ্য।’
লুইস এনরিকে, যিনি মেসি এবং সুয়ারেজকে সাফল্যজনকভাবে কোচিং করিয়েছিলেন তাদের বিশ্বখ্যাত দল বার্সেলোনাতে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত।
তিনি বলেন, ‘এই ফরোয়ার্ডরা একটি বিশ্বকাপ তাদের কোমরে বেঁধে ফুটবল থেকে বিদায়ের অধিকার রাখে।’
৫২ বছরের বিশ্বখ্যাত কোচ এনরিকে তার দেশ স্পেনের অনভিজ্ঞতায় ভরা খেলোয়াড়দের একটি সফল বিশ্বকাপ টুর্নামেন্টে সফল হবে বলে বিশ্বাস করেন।
তিনি আরও বলেছেন, তার দল গ্রুপ ই’তে যারা আছে--জার্মানি, কোস্টারিকা ও জাপান রয়েছে-‘কারও ভয়ে ভীত নয়’।
‘আমি তরুণদের নিয়ে শঙ্কিত নই। ফুটবল তাদের পায়ে বন্দী রয়েছে। এই তরুণ খেলোয়াড়দের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উদ্যম। কিংবদন্তী খেলোয়াড়রা গ্রুপটিকে নেতৃত্ব দেবেন। নতুনদের তাদের নেতৃত্বে নিয়ে আসতে হবে।’
‘আমাদের লক্ষ্য হলো-সবার ওপরে থেকে গ্রুপ পর্ব শেষ করা।’
শেষ ১৬’তে আমাদের কাদের মোকাবিলা করতে হবে এর মধ্যে জানি। আমাদের সেমি-ফাইনালে ব্রাজিলের গ্রুপের কারো সঙ্গে খেলতে হতে পারে কিন্তু কে বলেছে, আমরা ভয় পেয়েছিলাম?”
‘আশা করছি, স্পেন হলো তারা, যারা বিষ্ময় স্মৃষ্টি করতে পারে। যদিও আমার জন্য তা বিষ্ময়কর নাও হতে পারে’ বলেছেন তিনি।
ওএফএস/