মেসির বিশ্বাস, ম্যারাডোনা থাকবেন দলের সঙ্গেই
আর্জেন্টিনার খেলা, গ্যালারিতে ম্যারাডোনা। এটা যেন ছিল নিত্য। বিশ্বকাপের ম্যাচ হলে তো কথাই নেই। গ্যালারিতে দেখা মিলত সরব-রঙিন এক ফুটবল জাদুকরের। দলের সাফল্যে যেমন গলা ফাটাতেন আনন্দ-উল্লাসে, ব্যর্থতায় মুষড়ে পড়তেন। রাগ ঝাড়তেন অন্য কিছুর উপর।
সেই ম্যারাডোনা আজ আর নেই। বছর দুয়েক আগে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। সময়ের আবর্তে ঠিকই এসেছে আরেকটি বিশ্বকাপ। আর্জেন্টিনাও খেলতে চলেছে। কিন্তু নেই আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা।
কিন্তু কে বলেছে ম্যারাডোনা নেই? বিশ্বাস করে না তার মেয়ে দালমা কিংবা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। দুজনেরই বিশ্বাস, যেখানেই থাকুক না কেন আর্জেন্টিনা দলের সঙ্গেই আছেন ম্যারাডোনা।
আজ বিকালে সৌদি আরবের সঙ্গে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলনে উঠলো ম্যারাডোনা প্রসঙ্গ। তাতেই যেন বুকটা ধক করে উঠলো মেসির।
জানালেন ম্যারাডোনা থাকবেন তাদের দলের সঙ্গে। মেসি বলেন, ‘গ্যালারিতে তাকে না দেখাটা হবে অদ্ভুত অনুভূতি। তাকে দেখে দর্শকদের উন্মাদনাও দেখা যাবে না। ম্যারাডোনা না থাকায় অনেকটাই অন্যরকম লাগবে। আর্জেন্টিনাকে তিনি ভালোবাসতেন। সবসময়ই দলের পাশে থেকেছেন। যেখানেই থাকুন না কেনো, তিনি দলের সঙ্গেই থাকবেন।
আরএ/