ভক্তদের আশ্বস্ত করলেন মেসি
ইনজুরি নিয়ে মাঝে শঙ্কা জেগেছিল। সতীর্থদের সঙ্গে মেসি ছিলেন না অনুশীলনে। করেছিলেন একক অনুশীলন। তবে বিশ্বকাপ মিশনের একদিন আগে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করলেন আর্জেন্টাইন অধিনায়ক। সংবাদ সম্মেলনে মেসি জানালেন, তিনি ভালো আছেন। তার কোনো সমস্যা নেই।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে সোমবার রাতে (বাংলাদেশ সময়) সংবাদ সম্মেলনে কথা বলেন মেসি।
শারীরিক ফিটনেস নিয়েই বারবার প্রশ্ন করা হয় মেসিকে। ৩৫ বছর বয়সী তারকা এই ফুটবলার সে প্রসঙ্গে বলেন, ‘শারীরিকভাবে আমি খুবই ভালো অনুভব করছি। আমার মনে হয়, ব্যক্তিগত ও শারীরিকভাবে আমি দারুণ সময়ে আছি এবং আমার কোনো সমস্যা নেই।’
দ্বিতীয় দিনে নিজের একক অনুশীলন নিয়ে মেসি বলেন, ‘আমিও কিছু গুঞ্জন শুনেছি, বলাবলি হচ্ছিল যে আমি ভিন্নভাবে অনুশীলন করেছি। এর কারণ হচ্ছে, আমি একটু চোট পেয়েছিলাম, কিন্তু বড় কিছু ঘটেনি। স্রেফ সতর্কতার কারণে আমি একা একা অনুশীলন করেছি। সবকিছু স্বাভাবিক আছে।’
লুসাইল স্টেডিয়ামে আজ সৌদি আরবের বিরুদ্ধে জয় দিয়ে মিশন শুরু করতে মরিয়া আর্জেন্টিনা। সি গ্রুপে আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
আরএ/