সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রাত পোহালেই আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু

সেরা ছন্দে লিওনেল মেসি। আর্জেন্টিনা অপরাজেয় দুই বছরের বেশি সময় ধরে। দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তাদের বিশ্বাস, লা আলবিসেলেস্তেদের জন্য বছরটা ‘বিশেষ’ হতে চলেছে। তবে সবটাই মিছে হয়ে যাবে যদি বিশ্বকাপ ট্রফিটা না উঠে মেসির হাতে। ভক্তদের প্রত্যাশার চাপ মাথায় নিয়ে টুর্নামেন্ট শুরুর দোড়গোড়ায় দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আরও নির্দিষ্ট করে বললে, রাত পোহালেই আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু।

আগামীকাল (২২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় মেসির শেষ বিশ্বকাপ খেলতে নামবে আর্জেন্টিনা। লুসাইল আইকনিক স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সৌদি আরব। নিজেদের টানা ১৩তম এবং সবমিলে ১৮তম বিশ্বকাপের গ্রুপপর্বেই কঠিন পরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার। কেননা, ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ হলো ডেনমার্ক ও মেক্সিকো।

তবে শুরুতে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা। সৌদি আরব বিশ্বকাপে তাদের ১৬ ম্যাচের মাত্র ৩টিতে জয়ের দেখা পেয়েছে। হেরেছে ১১টিতে এবং ড্র করেছে ২ ম্যাচে। দলটির জন্য কাতারে গ্রুপ টেবিলের তলানিতে না থাকাই কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে টানা ৩৬ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড আগলে বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-সৌদি আরব

* সৌদি আরবের বিপক্ষে আগের চার ম্যাচে অপরাজেয় (২ জয়, ২ ড্র) ছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে কালই প্রথমবার দেখা হবে দুই দলের।

* সবমিলে ১৮তম এবং টানা ১৩তম বিশ্বকাপ খেলবে আর্জেন্টিনা, যা ব্রাজিল (২২) এবং জার্মানির (১৮) পর তৃতীয় সেরা যাত্রা।

* বিশ্বকাপ শিরোপা জেতা লাতিন অঞ্চলের তিন দলের মধ্যে একটি আর্জেন্টিনা। ১৯৭৮ ও ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয় তারা। ব্রাজিল সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। উরুগুয়ে জিতেছে দুবার।

* আর্জেন্টিনা তাদের শেষ ১৩ বিশ্বকাপের ১২টিতেই প্রথম রাউন্ড পার করেছে। পারেনি কেবল ২০০২ সালে।

* আর্জেন্টিনা তাদের শেষ পাঁচ বিশ্বকাপ ম্যাচের তিনটিতে হেরেছে (১ জয়, ১ ড্র)। ২০১৮ সংস্করণে তারা দুটি ম্যাচ হেরেছে- ক্রোয়েশিয়া (৩-০) ও ফ্রান্সের (৪-৩) বিপক্ষে।

* এটা সৌদি আরবের ষষ্ঠ বিশ্বকাপ টুর্নামেন্ট। সবশেষ ৮ আসরের ৬টিতে স্থান পেল তারা। খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ২০১০ ও ২০১৪ সালে।

* সৌদি আরব বিশ্বকাপে তাদের ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জিতেছে (২ ড্র, ১১ হার)। ওই ১৬ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে ক্লিন শিট রেখেছে দলটি। সেটা ১৯৯৪ সালে, বেলজিয়ামকে পরাস্ত করেছিল ১-০ গোলে।

* বিশ্বকাপে সৌদি আরবের ৩৬ শতাংশ গোল হয়েছে পেনাল্টি থেকে (১১টির মধ্যে ৪টি), যা এ বছর টুর্নামেন্টে অংশ নেওয়া বাকিগুলোর চেয়ে বেশি।

* বিশ্বকাপে করা ৬ গোলের প্রত্যেকটি গ্রুপপর্বে করেছেন লিওনেল মেসি। টুর্নামেন্টের নকআউটপর্বে ৭৫৬ মিনিট খেলে কখনোই জালের দেখা পাননি তিনি। এদিকে মেসিই একমাত্র খেলোয়াড় যিনি গত চারটি বিশ্বকাপের প্রতিটি টুর্নামেন্টে অ্যাসিস্ট করেছেন।

* আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, যিনি ২০০৬ সালে খেলোয়াড় হিসেবে দেশের হয়ে একটি বিশ্বকাপ খেলেছেন এবং গত বছর কোচ হিসেবে লা আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ের সঙ্গী ছিলেন। আর্জেন্টিনার দায়িত্বে থাকা কোনো কোচ কখনো কোপা আমেরিকা এবং ফিফা বিশ্বকাপ উভয়ই জিততে পারেননি।

* সৌদি আরবের সালেহ আল শেহরি এএফসি বাছাইয়ের তৃতীয় রাউন্ডে যৌথভাবে সেরা গোলদাতা ছিলেন। চার অন-শটের প্রতিটিতে জাল খুঁজে নিয়েছিলেন এই স্ট্রাইকার।

* সৌদি আরব কোচ হার্ভে রেনার্ড এর আগে বিশ্বকাপে ছিলেন। ২০১৮ সালে সংস্করণে তার কোচিংয়ে বিশ্বকাপ খেলেছিল মরক্কো। গ্রুপপর্বে জয়হীন (১ ড্র, ২ হার) থাকায় গ্রুপপর্বেই বিদায় ঘণ্টা বেজেছিল দলটির।

এসজি

Header Ad

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম পর্বে বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। তবে অ্যাক্সিলারেটেড নিলাম বা দ্রুতগতির নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের নাম উঠেছিল। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজিই তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রীতই থাকলেন গেল আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতানো দ্য ফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের গত আসরে ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো আসরে খেলতে না পারলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। মাত্র ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর এমন পারফরম্যান্সের পরও ভাবা হচ্ছিল দল পেতে যাচ্ছেন এই পেসার।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। এরপর মুম্বাই, রাজস্থান, দিল্লি ও চেন্নাইয়ের জার্সিতে খেলেন ৫৭টি ম্যাচ। বল হাতে নিয়েছেন ৬১ উইকেট। সেরা মৌসুম কাটিয়েছেন ২০১৬ সালে। সেসময় ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতেন তিনি।

Header Ad

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার। ছবি: সংগৃহীত

হত্যা মামলার অভিযোগে টাঙ্গাইল জেলা পরিষদের সাবেক সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আজহারুল ইসলাম আজহারকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টাঙ্গাইল সদর থানায় তার ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, আজাহার জেলা পরিষদের সাবেক সদস্য ছাড়াও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, উপজেলা সিএনজি-অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন।

Header Ad

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়

চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়। ছবি: ঢাকাপ্রকাশ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয়। সকালে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদপ্তর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

দেখা গেছে সন্ধ্যা থেকে সকাল ৭টা পর্যন্ত শীতের প্রকোপ থাকছে বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট থাকছে বেশ।

নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হয় দেশের বিভিন্ন বাজারে।

চাষিরা বলছেন, শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে শীত আগমনে জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Header Ad

সর্বশেষ সংবাদ

আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ
শাকিব খানের সঙ্গে আইটেম গানে নুসরাত
রাজধানীর মোল্লা কলেজে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীদের দখলে সড়ক
ওয়ানডে সিরিজেও অনিশ্চিত মুশফিক
জানুয়ারিতে আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল
বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা
বুবলীকে টয়লেট দিবসের শুভেচ্ছা অপুর
কেজি দরে বিক্রি হওয়া ভাস্কর্যটি মুক্তিযোদ্ধার নয়, আওয়ামী লীগের অপপ্রচার