নাক ফাটল ইরান গোলরক্ষকের
বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে সন্ধ্যা সাতটায় আল রাইয়ান খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ইরান। ম্যাচের শুরু থেকেই বিপত্তি। ম্যাচ শুরুর পর সতীর্থের সঙ্গে সংঘর্ষে নাক ফাটে ইরান গোলরক্ষক আলি রেজার।
ম্যাচের অষ্টম মিনিটে ঘটে অঘটন। ডান দিক থেকে ডি-বক্সে দারুণ ক্রস বাড়ান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। এগিয়ে এসে বিপদমুক্ত করার সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে নাক ফেটে যায় ইরানের গোলরক্ষক আলিরেজার।
বেশ কিছুক্ষণ ধরে চিকিৎসা নেওয়ার পর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু পারেননি, একটু পরই শুয়ে পড়েন মাঠে। স্ট্রেচারে করে তাকে নেওয়া হয় মাঠের বাইরে। বদলি নামেন সাইয়েদ হোসেইন হোসেইনি।
এই ম্যাচের শুরুতে বিতর্কের জন্ম দিয়েছে ইরান ফুটবল দল। আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার রেওয়াজ আছে। কিন্তু তা করেনি ইরান। দেশে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জাতীয় সংগীতে ঠোট মেলায়নি ইরানের ফুটবলাররা।
এমএমএ/