আমি বুলেটপ্রুফ ও লোহা পরিহিত: রোনালদো
এক সাক্ষাৎকারে তুলকালাম বাঁধিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেটাও বিশ্বকাপের আগ মুহূর্তে। তাই সিআরসেভেনকে ঘিরে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। এ নিয়ে অবশ্য বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। উল্টো রোনালদো বললেন, ‘আমি বুলেটপ্রুফ ও লোহা পরিহিত।’
গত সপ্তাহে ‘টক টিভি’র সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে সাক্ষাৎকার দেন রোনালদো। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড সোজাসাপ্টা বলে দেন যে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের প্রতি সম্মান নেই তার। এমনকি ওল্ড ট্রাফোর্ডে ফিরে প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
এরপর থেকে চলছে কানাঘুষা। রোনালদোর সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবছে ম্যানইউ, রোনালদো ছয় মাসের জন্য সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরার একটি প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদকে। এতসব গুঞ্জনের মাঝে বিশ্বকাপে তার সেরাটা পাবে পর্তুগাল? এটাই এখন কোটি টাকার প্রশ্ন।
সোমবার (২১ নভেম্বর) কাতারে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সব প্রশ্নের জবাব দিয়েছেন সিআরসেভেন।
রোনালদো বলেন, ‘সার্বিক পরিবেশ চমৎকার, কোনো সমস্যা নেই, আমরা সম্পূর্ণভাবে ফোকাস করছি (বিশ্বকাপে)। আপনি আমার সম্পর্কে কথা না বলে সাহায্য করতে পারেন। আমি সম্পূর্ণ বুলেটপ্রুফ ও লোহা পরিহিত।’
পর্তুগিজ যুবরাজ যোগ করেন, ‘আপনি যদি অন্য খেলোয়াড়দের ক্রিশ্চিয়ানো রোনালদো সম্পর্কে জিজ্ঞাসা করেন, আমি বিরক্ত হব। আপনি যদি তাকে বিশ্বকাপ এবং দল সম্পর্কে জিজ্ঞাসা করতে চান, আমি চাই আপনি এটি করুন। আমার জীবনে, আমার সময়টাই সর্বদা সেরা সময়। অন্যরা কী ভাবছে তা নিয়ে আমাকে ভাবতে হবে না। আমি যখন চাই তখনই কথা বলি।’
রোনালদোর দৃঢ় বিশ্বাস, তার পেশাদার ক্যারিয়ার নেতিবাচক প্রভাব ফেলবে পতুর্গালের চেঞ্জিং রুমে, ‘খেলোয়াড়রা আমাকে অনেক বছর ধরে ভালো করে জানে এবং আমি কেমন মানুষ তা জানে। এটি একটি উচ্চাভিলাষী দল যারা ক্ষুধার্ত এবং মনোযোগী। তাই আমি নিশ্চিত যে ওটা (সাক্ষাৎকার) ড্রেসিংরুমে নাড়া দেবে না।’
ভক্তদের নজর পড়েছে রোনালদো এবং ব্রুনো ফার্নান্দেসের ‘বেখাপ্পা’ করমর্দনও। এটাকে নিছক মজা বলেই আখ্যা দিলেন রোনালদো, ‘তার (ফার্নান্দেসের) সঙ্গে আমরা সম্পর্কটা চমৎকার। তার সঙ্গে মজা করছিলাম আমি। তার ফ্লাইট দেরিতে পৌঁছেছে এবং আমি জিজ্ঞেস করলাম সে নৌকায় এসেছে কিনা। এতটুকুই।’
এসজি