ওয়ান লাভ আর্মব্যান্ড নিয়ে বিপাকে পড়তে পারেন হ্যারি কেইন
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে ইংল্যান্ড। প্রতিপক্ষ ইরান। তবে এই ম্যাচেই বিপাকে পড়তে পারেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। কারণটা সেই ওয়ান লাভ আর্মব্যান্ড। এই ব্যান্ড সমকামী প্রেমের সমর্থনে বিশেষ আর্মব্যান্ড। যা কাতারে নিষিদ্ধ। কিন্তু হ্যারি কেইন আগেই ঘোষণা দিয়েছেন, এই ব্যান্ড পড়েই খেলবেন তিনি।
কাতারের আইন অনুযায়ী, সে দেশে সমকামী প্রেম অপরাধ। বিশ্বকাপের আগে থেকে বেশ কয়েকটি এলজিবিটিকিউ সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। সেই প্রতিবাদে যোগ দিয়েছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।
শুধু হ্যারি কেইন নয়। ওয়ান লাভ আর্মব্যান্ড পড়ে খেলতে পারেন ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেলসহ ইউরোপের আরও কয়েকটি দেশের অধিনায়ক। কিন্তু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে দেশে বিশ্বকাপ হচ্ছে সেই দেশের আইন, সংস্কৃতি মেনে চলতে হবে। সেই কারণেই কাতার বিশ্বকাপ চলাকালীন বিয়ারে নিষেধাজ্ঞা জারি হলেও কোনো পদক্ষেপ নেয়নি ফিফা।
বিশ্বকাপে ঐক্য ও সমানাধিকারের বার্তা দিতে বিশেষ আর্মব্যান্ড নিয়ে এসেছে ফিফা। প্রতি রাউন্ডে সেই আর্মব্যান্ডের ‘স্লোগান’ বদলে যাবে। কিন্তু তার বাইরে কিছু পরা যাবে না। যদি এর বিপরীতে কিছু করে কেউ, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ফিফা।
আরএ/