শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

শক্তি হারিয়ে মুখোমুখি হবে সেনেগাল-নেদারল্যান্ডস

সেনেগালের সবশেষ ২৫ গোলের ১২টিতেই সরাসরি সম্পৃক্ত ছিলেন সাদিও মানে। বিশ্বকাপের ইউরোপিয়ান বাছাইপর্বে সর্বোচ্চ ১৮ গোলে অবদান ছিল নেদারল্যান্ডসের মেমফিস ডিপাইয়ের। ১০ ম্যাচে করেছেন ১২ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি।

দুই দলই বিশ্বকাপে তাদের সেরা অস্ত্রে প্রতিপক্ষদের ঘায়েল করার ছক কষেছিল, কিন্তু সেটা হতে দিল না ইনজুরির ছোবল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মানে এবং ডিপাইয়ের প্রথম ম্যাচ না খেলা সুনিশ্চিত। এক কথায়, শক্তি হারিয়ে আগামীকাল (২১ নভেম্বর) মুখোমুখি হবে সেনেগাল-নেদারল্যান্ডস।

আল থুমামা স্টেডিয়ামে লড়বে দুই দল। তার আগে কত বড় ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস এবং সেনেগাল সেটা উপলব্ধি করতে পেরেছেন লুইস ফন গাল। রবিবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে ডাচ কোচ বলেছেন, ‘আমরা শুরুতে মেমফিসকে মিস করব। তারা মানেকে। এটি সেনেগালের জন্য বড় ক্ষতি।’

ফল গাল যোগ করেন, ‘দুই দল কীভাবে এর সমাধান করবে সেটাই প্রশ্ন। মানে বিশেষ একজন ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে আমি তাকে চেয়েছিলাম। আমরাও আমাদের সেরা স্কোরার এবং অ্যাসিস্টটেন্টকে মিস করব। সে এখনো টুর্নামেন্ট শুরুর করার মতো অবস্থানে নেই।’

আগে আরও একবার ফন গালের অধীনে বিশ্বকাপ খেলেছে নেদারল্যান্ডস। সেটা ২০১৪ সালে। সেই আসরে তৃতীয় হয়েছিল ডাচরা। এবার দলকে চ্যাম্পিয়ন বানাতে চান ফন গাল, ‘এই খেলোয়াড়দের উপর আমরা বিশ্বাস আছে। ব্রাজিলে ২০১৪ সালে তৃতীয় হওয়ার চেয়েও বেশি কিছু আশা করছি আমি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি।’

আত্মবিশ্বাসী ডাচ অধিনায়ক ভার্জিল ফন দাইক বলেন, ‘আমরা কঠোর অনুশীলন করেছি এবং বিশ্বকাপ শুরু করতে মুখিয়ে আছি। অবশেষে আগামীকাল আমরা এটা করতে যাচ্ছি এবং আশা করছি, এটা আমাদের জন্য দুর্দান্ত একটি অভিযান হবে।’

ম্যাচ ফ্যাক্ট

* ফুটবলে প্রথমবার মুখোমুখি হবে সেনেগাল এবং নেদারল্যান্ডস। বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে অপরাজেয় ডাচরা (৩ জয়, ১ ড্র)। টুর্নামেন্টের গ্রুপপর্বে কখনোই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে হারের স্বাদ পায়নি সেনেগাল (২ জয়, ১ ড্র)।

* বিশ্বকাপে নেদারল্যান্ডস তাদের সবশেষ আট উদ্বোধনী ম্যাচে অপরাজেয় ছিল (৬ জয়, ২ ড্র)। সেনেগাল টুর্নামেন্টে তাদের দুই উদ্বোধনী ম্যাচে জিতেছে- ২০০২ সালে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে এবং ২০১৮ সালে পোল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে।

* বিশ্বকাপে নিজেদের আট ম্যাচের কোনোটিতেই গোলহীন ছিল না সেনেগাল।

* এটা সেনেগালের তৃতীয় বিশ্বকাপ। আফ্রিকান নেশন্স কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ২০০২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল দলটি এবং সবশেষ আসরে বিদায় ঘণ্টা বাজে গ্রুপপর্বে।

* নেদারল্যান্ডস বিশ্বকাপে তাদের সবশেষ ১৪ ম্যাচের ১১টিতে জয়ের স্বাদ পেয়েছে (২ ড্র, ১ হার)। একমাত্র হারটি এসেছে ২০১০ সালে। সেবার স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ফাইনালে ১-০ গোলে হেরেছিল ডাচরা। বিশ্বকাপে গ্রুপ ম্যাচে তারা সবশেষ হেরেছে ১৯৯৪ সালে, বেলজিয়ামের বিপক্ষে (১-০)।

* সেনেগালের ম্যানেজার হিসেবে এটি টানা দ্বিতীয় বিশ্বকাপ আলিউ সিসের। টুর্নামেন্টে সেনেগালের খেলা ৮ ম্যাচের ৭টির অংশ ছিলেন তিনি, খেলোয়াড় হিসেবে ৪ ম্যাচে এবং কোচ হিসেবে ৩ ম্যাচে।

* তৃতীয় স্পেলে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের ভূমিকায় লুইস ফন গাল। ২০১৪ সালে তার কোচিংয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তৃতীয় হয়েছিল ডাচরা।

এসজি

Header Ad

সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা

সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা। ছবি: ঢাকাপ্রকাশ

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার শুক্রবার (২২ নভেম্বর) এলাকায় গেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি, নওগাঁ ও নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

শুক্রবার বিকেল ৪টায় জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি নওগাঁর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবামুল হক।

নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সদস্য শামীনূর রহমান, নওগাঁ জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি মাসুদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, 'নারী ফুটবল দলের সাফল্যে নওগাঁর মানুষ ভীষণ খুশি। বিশেষ করে নওগাঁর মেয়ে আইরিন এই দলের সদস্য হওয়ায় নওগাঁর মানুষ আরও আনন্দিত। আইরিন শুধু নওগাঁর নয়, পুরো বাংলাদেশের গর্ব। তার সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।'

Header Ad

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন।

সম্প্রতি সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের পড়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর- সৌহার্দ্যের অংশ হিসেবে ১০০ বাংলাদেশিকে শিক্ষার্থীকে স্কলারশিপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এতে করে বাংলাদেশিদের পাকিস্তানে উচ্চশিক্ষা নেওয়ার পথ সুগম হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ও পাাকিস্তানের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।

একটি সূত্র সামা নিউজকে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করছেন। স্কলারশিপ দেওয়ার জন্য পাকিস্তানি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব পোর্টালে যুক্ত করবে।

এর আগে গত ১৩ নভেম্বর ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের একাডেমিক এক্সচেঞ্জ বা সমঝোতা স্মারক নতুন করে সই হবে না। যেগুলো আছে, সেগুলোও স্থগিত থাকবে।’ ২০১৫ সালে নেওয়া ঢাবির তৎকালীন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনের এমন নিষেধাজ্ঞা সম্প্রতি তুলে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে এসব সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছিল।

এর ফলে পাকিস্তানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণে যেতে পারবে। পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতিসহ নানা বিষয়ে মতবিনিময় করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়। অর্থাৎ ২০১৫ সালের আগের সেই স্বাভাবিক সম্পর্কে ফিরেছে ঢাবি ও পাকিস্তান।

২০১৫ সালের ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে একাডেমিক সম্পর্ক ছিন্নের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৫ পাকিস্তানির বিচার করার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানায়। আর পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ডিকেট সভা থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করায় এবং যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সদস্যপদ বাতিল করতে সিন্ডিকেট সার্ক ও জাতিসংঘের প্রতি অনুরোধ করে।

Header Ad

বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কোনো মাদক ব্যবসায়ীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিমপাড়া থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী সীমান্তের পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক ব্যবসায়ীরা ভারত হতে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান বাংলাদেশ সীমান্তে এনে মজুদ করছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে ফেনসিডিল ব্যবসায়ীরা তাদের সাথে থাকা কয়েকটি বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দলের বিজিবি সদস্যরা বস্তাগুলি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

সাফজয়ী নারী ফুটবলার আইরিনকে নওগাঁয় সংবর্ধনা
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
বেনাপোলে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার
পুলিশ-অটোরিকশা চালক সংঘর্ষ, ঢাকা-পদ্মা সেতু ট্রেন চলাচল বন্ধ
ভারতীয় সাবমেরিনের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২
সংসার ভাঙার দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান
ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি
আ.লীগকে নির্বাচনের সুযোগ দেওয়ার বিষয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরলেন আরও ৮২ বাংলাদেশি
পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলা, নিহত ৪৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
তামিমকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা
নতুন নির্বাচন কমিশন শপথ নেবে রোববার
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার
খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করলেন মাহফুজ-আসিফ-নাহিদ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
‘বৈষম্যবিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে’: প্রধান উপদেষ্টা
নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু
২০২৬ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে: উপদেষ্টা সাখাওয়াত