শুরুতেই লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম
বিতর্ক যেমন কাতার বিশ্বকাপের পিছু ছাড়ছে না, তেমনি চোট থেকে রেহাই পাচ্ছে না টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলো। ইনজুরির সবশেষ ধাক্কা লেগেছে বেলজিয়াম শিবিরে। গ্রুপপর্বে অন্তত প্রথম দুই ম্যাচে রোমেলু লুকাকুকে পাচ্ছে না দলটি। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।
ক্লাব ফুটবলে ইন্টার মিলানকে সার্ভিস দিতে গিয়ে চোট বাঁধান লুকাকু। আগস্টে লাজিও মাঠে তার দল হেরেছিল ৩-১ গোলে। ওই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন বেলজিক স্ট্রাইকার। এরপর পেশাদার ফুটবলে মাত্র দুটো ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের।
গত অক্টোবরে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের রাতে গোল করেছিলেন লুকাকু এবং ওই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত হয়েছিল ইতালিয়ান জায়ান্টদের। এর কিছুদিন পরই ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন বেলজিক তারকা। চোটাক্রান্ত ফুটবলারকে রেখেই বিশ্বকাপ দল সাজায় বেলজিয়াম, কিন্তু দল কাতারে পৌঁছানোর পর রেড ডেভিলসদের কোনো ট্রেনিং সেশনেই পুরোদমে অংশ নেননি লুকাকু। এরই মধ্যে এএফপি নিশ্চিত করল, তারকা ফরোয়ার্ডের সার্ভিস বিশ্বকাপের শুরুতে পাচ্ছে না জাতীয় দল।
আগামী ২৩ নভেম্বর শুরু হবে বেলজিয়ামের বিশ্বকাপ অভিযান। প্রতিপক্ষ কানাডা। এরপর ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে মরক্কোকে মোকাবিলা করবে দলটি।
এসজি