কাতারে সর্বশেষ দল ব্রাজিল
বিশ্বকাপ ফুটবল যেন যাদুর বাঁশি। গোটা বিশ্ব বুঁদ হয়ে থাকে আসর চলাকালীন। এই যাদুর বাঁশি আবার আর্জেন্টিনা ও ব্রাজিলকে ঘিরেই। দুই দলেরই ভক্ত-সমর্থক সারা বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে আছেন। দুই দলেরই নাড়ি-নক্ষত্রের খবর জানতে সবাই থাকেন উদগ্রীব। দুই দলের হাতেই শিরোপা দেখতে চান। এবারও তার ব্যতিক্রম নয়। মেসির আর্জেন্টিনা দুই দিন আগেই কাতারে এসে পৌঁছেছে। সেখানে নেইমারের ৩২ সদস্যের ব্রাজিল এসেছে গতকাল শনিবার মধ্যরাতে। অবাক করার বিষয় হলো ব্রাজিলই ছিল ৩২ দলের মাঝে শেষ দল। যারা এসেছে কাতারে।
বিশ্বকাপে ব্রাজিলই সবোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে। সর্বশেষ তারা শিরোপা জিতেছিল ২০০২সালে রোনালদিনহো-রোনালদো-রিভেলদোদের হাত ধরে। এরপর থেকেই তাদের সামনে হেক্সা জয়ের মিশন। কিন্তু প্রতিবারই তারা সফল হতে পারেনি। এবারও হেক্সা জয়ে বদ্ধ পরিকর নেইমার বাহিনী।
বাছাইপর্বে তারা দারুণ খেলে উঠে এসেছেন। পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। একই সঙ্গে ছিল অপরাজিতও। এই অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা ১৫টি। সর্বশেষ তারা হেরেছিল কোপা–আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে।
নেইমাররা কাতার এসেছেন কিন্তু ব্রাজিল থেকে নয়, ইতালির তুরিন থেকে। বিশ্বকাপ উপলক্ষে তুরিনেই তারা অনুশীলন ক্যাম্প করেছিলেন। অনুশীলন করেছিলেন ৫ দিন। ব্রাজিলের হেক্সা জয়ের মিশন শুরু হবে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। খেলা শুরু হবে রাত ১টায়। সুইজারল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে ২ ডিসেম্বর রাত ১টায়। প্রতিপক্ষ ক্যামেরুন।
এবার তারা ২০ বছরের অপেক্ষার পালা ঘোচাতে চায়। সে লক্ষ্যেই ৩২ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করে। কাতার আসার আগে সেই দল ট্রেনিং করে ইতালির তুরিনে। সেখানে পাঁচ দিনের কম্প্যাক্ট অনুশীলন শেষে কাতার পৌঁছাল। আজ রবিবার আল আরাবি স্টেডিয়ামে ব্রাজিল দল তাদের প্রথম অনুশীলন করবে।
এসএন