আগামী দিনের বার্তা দিতে চায় ইকুয়েডর
চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে ইকুয়েডর। আগামীকাল (২০ নভেম্বর) স্বাগতিক কাতারের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাতিন অঞ্চলের দলটি। তার আগে ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারো জানালেন, বড় টুর্নামেন্টের মাধ্যমে আগামী দিনের বার্তা দিতে চায় তার দল।
ফিফা র্যাঙ্কিংয়ে ইকুয়েডরের অবস্থান ৪৪তম স্থানে। বিশ্বকাপ ঘিরে আকাশ-কুসুম ভাবনা নেই তাদের।
শনিবার (১৯ নভেম্বর) সংবাদ সম্মেলনে এমনটা স্পষ্ট বলে দিলেন আলফারো, ‘এই ছেলেদের জন্য বিশ্বকাপে পৌঁছে যাওয়াটা অনেক বড় অর্জন। তারপরে আপনাকে আরও কাজ করতে হবে। তবে এটি ইতোমধ্যে খুব শক্তিশালী দল। ভবিষ্যতে, ইউরোপে ইকুয়েডরের ৩০-৪০ জন খেলোয়াড় থাকতে হবে। আমি আশা করি তারা আমাদের ফলের উপর নয়, (এগিয়ে যাওয়ার) প্রক্রিয়ার উপর বাজি ধরবে।’
বড় মঞ্চে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে ইকুয়েডর। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার বায়রন কাস্টিলো। সেই দুঃখ ভুলে এবং কাতার বিশ্বকাপকে ঘিরে জন্ম সমালোচনা ছাপিয়ে ফুটবলে মনোযোগী হতে চান গুস্তাভো আলফারো। ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনের তিন ফুটবলার- ময়সেস কাইসেডো, পারভিস এস্তুপিনান ও জেরেমি সারমেইন্তোকে ঘিরেই সব পরিকল্পনা সাজিয়েছেন ইকুয়েডর কোচ।
আলফারোর ভাষ্য ছিল ঠিক এমন, ‘এই খেলোয়াড়রা অভিজ্ঞ এবং তারা বেড়ে উঠেছে, তাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের।’
এসজি