আমরা মাঠের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: সানচেজ
বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ জয় করেছে কাতার। সব প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আগামীকাল (২০ নভেম্বর) ফুটবলের বিগ ইভেন্ট মঞ্চস্থ করবে মধ্যপ্রাচ্যের দেশটি। উদ্বোধনী দিন মাঠে গড়াবে একটি ম্যাচ। যেখানে স্বাগতিক কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর। ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। তার আগে স্বাগতিক কোচ ফেলিক্স সানচেজ জানিয়ে দিলেন, মাঠের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা।
নিজেদের গ্রুপে সর্বনিম্ন র্যাঙ্কের দল কাতার, যারা প্রথমবার বিশ্বকাপের মূলমঞ্চে আয়োজক হওয়ার সুবাদে। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৫০ নম্বরে। কাতারের প্রতিপক্ষ ইকুয়েডর আছে ৪৪তম স্থানে। দুই দলের অপর দুই প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস ও সেনেগাল। ফিফার তালিকায় তাদের অবস্থান যথাক্রমে অষ্টম ও অষ্টাদশ নম্বরে। র্যাঙ্কিংয়ে ৪ দলের অবস্থান বলে দিচ্ছে, টুর্নামেন্টে অগ্নিপরীক্ষা অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য। তাতে অবশ্য ভড়কে যাচ্ছেন না সানচেজ।
শনিবার (১৯ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে হাজির হয়ে সানচেজ বলেন, ‘এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। একটি ঐতিহাসিক মুহূর্ত, আমাদের জন্য একটি আনন্দের মুহূর্ত। এটি একটি অসাধারণ দিন, যা অতুলনীয়।’
শুধু কাতার নয়, গোটা বিশ্ব উপভোগ করবে এই বিশ্বকাপ এমনটা উল্লেখ করে কাতার কোচ বলেন, ‘আমরা এই বিশ্বকাপের জন্য নিজেদের উৎসর্গ করেছি এবং অনেক বিনিয়োগ করেছি। আমি আশা করি এটি একটি দুর্দান্ত উৎসব যেখানে আমরা ফুটবল উপভোগ করতে পারি এবং আশা করি বিশ্বের সকল দেশের সবাই একসঙ্গে এই অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। আমি এই টুর্নামেন্ট শুরু করতে পেরে খুশি।’
সানচেজের মতে, ভক্তদের সামনে ঘরের মাঠে খেলা এই উপলক্ষকে ‘আরও বেশি বিশেষ’ করে তুলবে এবং তার দল তাদের গ্রুপে সর্বোচ্চ র্যাঙ্কধারী দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, ‘আমরা এই মুহূর্তটির জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আমরা কারা, কোথা থেকে এসেছি এবং কার মুখোমুখি হচ্ছি সে ব্যাপারে খুব সচেতন। জানি এটি একটি বড় চ্যালেঞ্জ হবে কিন্তু আমরা প্রস্তুত।’
আত্মবিশ্বাসের কমতি নেই হাসান আল-হাইদোসের মাঝেও। আল সাদের ফরোয়ার্ড এবং কাতার অধিনায়ক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিশ্বকাপে খেলার চেয়ে বড় সম্মান আর কিছু নেই। এটি বিশাল কর্মযজ্ঞ কিন্তু আমরা প্রস্তুত। এটা বলার অপেক্ষা রাখে না যে আমি স্কোয়াডের নেতৃত্ব দিতে পেরে খুব গর্বিত। এটি আরবদের বিশ্বকাপ সংস্করণ। আমাদের ভালোভাবে আরবদের প্রতিনিধিত্ব করতে হবে।’
আল-হাইদোস যোগ করেন, ‘ইনশাআল্লাহ, আমি ও আমার দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করব এবং আমাদের কঠোর পরিশ্রমের ফল দেখাব।’
এসজি