গোল করলেই রোনালদোর রেকর্ড
বিশ্বকাপ ফুটবল খেলা একটি দেশের জন্য যেমন চির আরাধ্য, তেমনি একজন খেলোয়াড়ের জন্যও। বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হওয়ার পর, চলে নিজেকে স্মরণীয়-বরণীয় করে তুলার চেষ্টা। এখানে কেউ সফল হন, কেউ হতে পারেন না।
একেক জন একেকভাবে নিজেদের বরণীয় করে রাখার চেষ্টার কাজটি করে যান। এমনই একজ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার সামনে নতুন রেকর্ডের হাতছানি। এই রেকর্ড করতে পারলে তিনি পেছনে ফেলে দেবেন পেলের মতো ফুটবলারকেও।
তার জন্য রোনালদোর প্রয়োজন মাত্র একটি গোল। তা গ্রুপ পর্বে ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া বিপক্ষে যে কোনও একটিতে গোল করলেই হয়ে যাবে এই নতুন রেকর্ড। সেই দিনটি হতে পারে ২৪ নভেম্বর ঘানার বিপক্ষেও।
রোনালদোর এটি পঞ্চম আসর। আগের চার আসরের প্রতিটিতেই তিনি গোল করেছেন। তার মতো করে এভাবে চারটি বিশ্বেকাপ খেলে প্রতিটি আসরেই গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন পেলে, উভে জেলার ও মিরোস্লাভ ক্লোজ।
ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালে টানা চারটি বিশ্বকাপ খেলে গোল করে প্রথম এই কীর্তি গড়েছিলেন। এরপর তার এইকীর্তিতে ভাগ বসান জার্মানির স্ট্রাইকার উভে জেলার। তিনি ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০ সালে খেলেছিলেন বিশ্বকাপ। এই দু্ই জনের পর জার্মানির আরেক তারকা ফুটবলার মিরোস্লাভ ক্লোজ ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ খেলে গোল করে তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান রেকর্ড বুকে। এখন এই তিন জনের কীর্তিই হুমকির সম্মুখীন। রোনারদো একে একে খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপ।
১৬ গোল করে সবার উপরে আছেন মিরোস্লাভ। পেলের গোল ১২টি। রোনালদো করেছেন ৭ গোল। উভে জেলারের গোলের সংখ্যা ৯টি।
এমপি/এমএমএ/