‘তিন ঘণ্টা বিয়ার পান না করলেও বেঁচে থাকবেন’
বিশ্বকাপ শুরুর দুই দিন আগে ফিফা তাদের নীতি পরিবর্তন করেছে। ঘোষণা দিয়েছে যে কাতারে বিশ্বকাপের আট ভেন্যুতে কোনো অ্যালকোহল পরিবেশন করা হবে না। এ নিয়ে চলছে তুমুল সমালোচনা।
সমালোচকদের জবাব দিতে গিয়ে জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, ‘তিন ঘণ্টা বিয়ার পান না করলেও বেঁচে থাকবেন।’
মাঠে নিষিদ্ধ হলেও স্টেডিয়ামের আশেপাশে নির্বাচিত এলাকায় অ্যালকোহল বিক্রি করা হবে। সেখান থেকে তা কিনতে পারবেন ভক্তরা। নীতিতে এমন পরিবর্তনে কোনো সমস্যাই চোখে পড়ছে না ফিফা প্রেসিডেন্টের।
উল্টো ইনফ্যান্তিনো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এভাবে, ‘বিশ্বকাপের জন্য এটিই যদি আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, তবে আমি অবিলম্বে পদত্যাগ করব এবং বিশ্রাম নিতে সমুদ্র সৈকতে যাব।’
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার সর্বোচ্চ অভিভাবক যোগ করেন, ‘আমি প্রথমে আপনাদের আশ্বস্ত করছি যে এই বিশ্বকাপে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত কাতার এবং ফিফার যৌথ সিদ্ধান্ত। কাতারে এমন অনেক ফ্যান জোন থাকবে যেখানে আপনি অ্যালকোহল কিনতে পারবেন এবং ভক্ত একইসঙ্গে অ্যালকোহল পান করতে পারবেন।
আমি মনে করি, ‘আপনি দিনে তিন ঘণ্টা বিয়ার পান না করলেও বেঁচে থাকবেন।’ একইসঙ্গে সমালোচকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন ইনফ্যান্তিনো।
তিনি বলেন, ‘একই নিয়ম ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং স্কটল্যান্ডেও প্রযোজ্য। এখানে (কাতারে) এটি একটি বড় ইস্যু হয়ে ওঠেছে কারণ এটি একটি মুসলিম দেশ? আমি জানি না কেন।’
এমএমএ/