বিশ্বকাপের ভেন্যুতে মেসিরা
বুধবার আবু ধাবিতে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে শেষ প্রস্তুতি ম্যাচে ৫-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্বকাপের মাটিতে পা রেখেছে কোটি কোটি মানুষের ভালোবাসার দল মেসির আর্জেন্টিনা।
প্রতিবারই বিশ্বকাপ আসে। আর্জেন্টিনাকে নিয়ে ভক্ত সমর্থকদের ভালোবাসা উপচে পড়ে। যে ভালোবাসার রং লেখা হয়ে থাকে চ্যাম্পিয় হবে আর্জেন্টিনা। কিন্তু ১৯৮৬ সালে ম্যারাডোনার যাদুতে চ্যাম্পিয়ন হওয়ার পর এখন পর্যন্ত আর শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
ম্যারাডোনার যোগ্য উত্তরসুরি মেসির আগমনের পর সেই স্বপ্নের জালে নতুন করে ঢেউ লাগে। প্রতিবারই সেই ঢেউয়ে হারিয়ে যায় শিরোপা। ট্রফি জেতা আর হয়নি। এবার মেসির শেষ বিশ্বকাপ। বর্তমানে বিশ্বের এই ফুটবল যাদুকরের হাতে ট্রফি দেখতে লোভাতুর নয়নে তাকিয়ে আছেন কোটি কোটি ফুটবল প্রেমি। এবারই মেসির শেষ সুযোগ।
তাই আজ সেমি বাহিনী কাতারে পা রাখার পর নতুন করে উন্মাদনা সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বাহিনীর সতর্কতাও বেড়ে গেছে। এটাই স্বাভাবিক। কারণ, মেসি বাহিনী যেখানে যাবে, সেখানেই ভক্ত-সমর্থকরনা হুমড়ি খেয়ে পড়বেন। ছবি তুলা আর অটোগ্রাফ নেওয়ার জন্য চলবে তেলেসমাতি কাণ্ড। যে কারণে নিরাপত্তা বাহিনীকে থাকতে হবে বাড়তি সতর্কতা নিয়ে।
মেসিদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর সেদি আরবের বিপক্ষে লুসাই স্টেডিয়ামে। লুসাই স্টেডিয়াম রাজধানী দোহার শেষ প্রান্তে। মেসিরা অনুশীলন ও ক্যাম্প করবেন এই লুসাইয়েরই কাতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবাসে। যেটি পাঁচতারকা মানের। এখানে মেসিদের পাশাপাশি স্পেন ফুটবল দলও অবস্থান করবে।
সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচর প্রতিপক্ষ মেক্সিকো। খেলা হবে ২৭ নভেম্বর। ১ ডিসেম্বর পোলান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচ। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা, সে হিসেবে দ্বিতীয় রাউন্ডে যাওয়া খুব একটা কঠিন হবে না।
এমপি/এমএমএ/