বিশ্বকাপে না থাকতে পারায় হতাশ রামোস
২০১০ বিশ্বকাপে অনেকটা চমক দেখিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেন। ইনেয়েস্তার একমাত্র গোলে হল্যান্ডকে হারিয়ে সোনালি ট্রফিতে চুমু একেঁছিল ইকার ক্যাসিয়াসরা। স্পেনের সেই দলের অন্যতম রক্ষণ সেনা হিসেবে ছিলেন সার্জিও রামোস।
কাতার বিশ্বকাপে এবার খেলবে স্পেন। কিন্তু স্কোয়াডে নেই রামোস। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলা এই ডিফেন্ডার খেলছেন পিএসজিকে।কাফ ইনজুরির কারণে গত মৌসুমে বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। তবে এ বছরের শুরু থেকে পরিপূর্ণ ফিট হয়েই মাঠে ফেরেন তিনি। তারপরও তার জায়গা মেলেনি জাতীয় দলে।
যা হতাশায় ডুবাচ্ছে রামোসকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উদ্দেশে আবেগঘন চিঠিতে রামোস লিখেছেন, ‘সুস্থ হয়ে ওঠার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। পরিপূর্ণ ফিটনেসের জন্য যা করার প্রয়োজন সব কিছুই করার চেষ্টা করেছি। সৌভাগ্যবশত এবারের মৌসুমে আমি আবারও আগের মতো সুস্থবোধ করছি এবং সে কারণেই ফুটবলে ফিরে এসেছি। অবশ্যই বিশ্বকাপ আমার সামনে একটি বড় স্বপ্ন ছিল। এটা আমার পঞ্চম বিশ্বকাপ হতে পারত। কিন্তু দুর্ভাগ্য, এখন আমাকে বাড়িতে বসেই বিশ্বকাপ উপভোগ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিষয়টা মেনে নেওয়া কঠিন। কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে। আমার মানসিকতা, আমার আবেগ, আমার প্রতিশ্রুতি, প্রচেষ্টা, ভালবাসা কোনো কিছুতেই নয়।’
এমএমএ/