নব্বইয়ের স্মৃতি ফেরাতে পারবে ক্যামেরুন?
বিশ্বকাপে প্রতিযোগী দেশগুলোর তালিকায় ক্যামেরুনের নাম চোখে ফুটিয়ে তুলে নব্বইয়ে স্মৃতি। ইতালিতে ১৯৯০ বিশ্বকাপে বিস্ফোরক পারফরম্যান্স ছিল তাদের। খেলেছিল কোয়ার্টার ফাইনালে।
এখন দরজায় যখন কড়া দিচ্ছে আরেকটি বিশ্বকাপ এবং কাতারে যাত্রার আগে দল গোছানো শেষ দলটির, তখন নতুন করে জেগেছে পুরনো প্রশ্ন নব্বইয়ের স্মৃতি ফেরাতে পারবে ক্যামেরুন?
নব্বইয়ে গ্রুপ-টপার ছিল ক্যামেরুন। শেষ ষোলোতে রজার মিলা ও তার সতীর্থরা জয় করেছিল কলম্বিয়া বাধা। ন্যাপলসে কোয়ার্টারেও লড়াই জমিয়ে তুলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু শেষ রক্ষা হয়েছিল না। অতিরিক্ত সময়ে গোল হজম করে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল স্যার ববি রবসনের দল। তবে বাড়ি ফেরার আগে বিশ্ব মঞ্চে তাদের ছাপ রেখে যায় ক্যামেরুন।
এরপর আরও পাঁচবার বিশ্বকাপ খেলেছে ক্যামেরুন। কিন্তু ফেরাতে পারেনি নব্বইয়ে স্মৃতি। এমনকি কোনোবারই টপকাতে পারেনি প্রথম রাউন্ডের বাধা। ফিফার মেগা ইভেন্টে সবশেষ পাঁচ অংশগ্রহণে গ্রুপ পর্বের ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা! এবার কাতারে কি তার চেয়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে ক্যামেরুন?
দলের দায়িত্ব রিগোবার্ট সংয়ের কাঁধে। কোচ আস্থা রেখেছেন আন্দ্রে ওনানা, এরিক ম্যাক্সিম চুপো-মন্টিং এবং ব্রায়ান এমবেউমোর মতো বড় তারকাদের উপর। তিনজনই ইউরোপে শীর্ষ ক্লাবগুলোতে খেলে নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছেন।
ক্যামেরুনের স্কোয়াডে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হলেন গোলরক্ষক সাইমন এনগাপান্ডুয়েতনবু। দলে আছেন ছন্দে থাকা ক্রিস্টোফার উওহ এবং মারউ সোয়াইবু।
২৪ নভেম্বর সুইজারল্যান্ড ম্যাচ বিশ্বকাপ চ্যালেঞ্জ শুরু করবে ক্যামেরুন। তার আগে জ্যামাইকা এবং পানামার বিপক্ষে তাদের দুটো ওয়ার্ম-আপ প্রীতি ম্যাচের সূচি রয়েছে। বিশ^কাপে ‘জি’ গ্রুপে সংয়ের দলের অপর দুই প্রতিপক্ষ সার্বিয়া ও ব্রাজিল।
ক্যামেরুন বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডেভিস এপাসি, সাইমন এনগাপান্ডুয়েতনবু, আন্দ্রে ওনানা।
ডিফেন্ডার: জিন-চার্লস ক্যাসটেলেত্তো, এনজো ইবোসে, কলিন্স ফাই, অলিভিয়ের এমবাইজো, নিকোলাস এনকৌলু, টোলো নৌহো, ক্রিস্টোফার উওহ।
মিডফিল্ডার: মার্টিন হংলা, পিটার কৌন্দে, অলিভিয়ের এনচাম, গায়েল ওন্ডুয়া, স্যামুয়েল ওম গোয়েট, আন্দ্রে-ফ্রাঙ্ক জ্যাম্বো।
ফরোয়ার্ড: ভিনসেন্ট আবুবকর, ক্রিশ্চিয়ান বাসোগোগ, এরিক-ম্যাক্সিম চুপো মন্টিং, সোয়াইবো মারৌ, ব্রায়ান এমবেউমো, নিকোলাস মৌমি এনগামালেউ, জেরম এগোম, জর্জেস-কেভিন এনকৌডো, জিন-পিয়েরি এসাম, কার্ল টোকো একাম্বি।
এমএমএ/