শেষ ষোলোতে রিয়ালকে পেল লিভারপুল
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা উল্লাস করার সৌভাগ্য হয়নি লিভারপুলের। রানার্সআপ হয়েছিল রিয়াল মাদ্রিদদের কাছে ১-০ গোলে হেরে। এবার নকআউটপর্বের শুরুতেই দেখা হবে গত বছরের দুই ফাইনালিস্টের। সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্রয়ে রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিভারপুল।
ডেথগ্রুপের বাধা টপকে আসা বায়ার্ন মিউনিখও পেয়েছে কঠিন প্রতিপক্ষ। জার্মান জায়ান্টদের লড়তে হবে পিএসজির সঙ্গে। কঠিন গ্রুপে পড়লেও সেই পথটা অনায়াসে পাড়ি দিয়েছে বায়ার্ন। জিতেছে ৬ ম্যাচের সবকটি। গ্রুপপর্বে অপরাজেয় পিএসজিও। তবে দুটো ম্যাচে ড্র করেছিলেন লিওনেল মেসিরা। তবে শেষ ষোলোতেই থামতে হবে যেকোনো এক দেশের জায়ান্টকে।
স্বস্তিতে থাকার সুযোগ নেই আরও চার ক্লাবের। টটেনহামকে লড়তে হবে এসি মিলানের বিপক্ষে। বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ চেলসি। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি। শেষ ষোলোতে লিপজিগের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগ জায়ান্টরা। ক্লাব ব্রুগের প্রতিপক্ষ বেনফিকা। নকআউটপর্বে এনট্রাখট ফ্রাঙ্কুফর্টকে পেয়ে স্বস্তিতেই থাকার কথা নাপোলির। অপরদিকে ইন্টার মিলান খেলবে পোর্তোর বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলা হবে ১৪-১৫ ও ২১-২২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের খেলা মাঠে গড়াবে ৭-৮ ও ১৪-১৫ মার্চ।
শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ
লিপজিগ-ম্যানসিটি
ক্লাব ব্রুগে-বেনফিকা
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
এসি মিলান-টটেনহাম
এনট্রাফট ফ্রাঙ্কফুর্ট-নাপোলি
বরুসিয়া ডর্টমুন্ড-চেলসি
ইন্টার মিলান-পোর্তো
পিএসজি-বায়ার্ন মিউনিখ
এমএমএ/