অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লঙ্কান ক্রিকেটার
বিশ্বকাপ শেষ শ্রীলঙ্কার। ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার বিমানও ধরেছেন দাসুন শানাকারা। কিন্তু তাদের সফরসঙ্গী হননি দানুসকা গুনাথিলাকা। সিডনিতে পুলিশ হেফাজতে সময় কাটছে তার। ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।
রবিবার বিকালে (স্থানীয় সময়) লঙ্কান ব্যাটারকে সিডনির টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুনাথিলাকার বিরুদ্ধে অভিযোগ— রোজ বে’তে একটি বাসভবনে ২৯ বছর বয়সী এক নারীকে যৌন নির্যাতন করেছেন তিনি।
নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘এক নারী অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে বেশ কিছুদিন ধরে তার (গুনাথিলাকা) সঙ্গে যোগাযোগ করার পর দেখা করেছিলেন। অভিযোগ করা হয়েছে ২ নভেম্বর সন্ধ্যায় তাকে যৌন নির্যাতন করেছেন লঙ্কান ক্রিকেটার। চলমান তদন্তের অংশ হিসেবে রোজ বে-তে ওই ঠিকানায় পর্যবেক্ষণ করেছে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম।’
অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে থাকলেও সুপার টুয়েলভে কোনো ভূমিকা ছিল না গুনাথিলাকার। প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় দল থেকে ছিটকে যান লঙ্কানদের এই তারকা ব্যাটার। বাদ পড়লেও তাকে দলের সঙ্গেই রেখে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট।
আরএ/