সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

ডাচ অঘটন, প্রোটিয়াদের হারে সেমির আশায় বাংলাদেশ

 

সুপার টুয়েলভের শেষ দিনটা আরও জমিয়ে তুলল নেদারল্যান্ডস। বিদায়ের প্রাক্কালে অঘটনের জন্ম দিল ডাচরা। রবিবার (৬ নভেম্বর) ১৩ রানে হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। তাতে বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা টিকে থাকল।

অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় নেদারল্যান্ডস। রান তাড়ায় শেষ ওভার পর্যন্ত লড়ে প্রোটিয়ারা। কিন্তু চাপের মুখে জয়ের বন্দরে পৌঁছানোর সৌভাগ্য হয়নি তাদের। দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৮ উইকেটে ১৪৫ রানে।

বিশ্বকাপে প্রোটিয়া পেসারদের গতির সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বাংলাদেশ ও ভারতের ব্যাটাররা। ধস নেমেছিল পাকিস্তানের টপ-অর্ডারেও। তবে ডাচ ব্যাটাররা ভালোভাবেই সামলে নেন আনরিচ নর্টজে-কাগিসো রাবাদাদের। বিশেষ করে দুই ওপেনার স্টিফেন মাইবার্গ ও ম্যাক্স ও’ডাউড। দলকে ৫৮ রানের উদ্বোধনী জুটি উপহার দেন।

মাইবার্গ ও ম্যাক্স দুজনের মিলে খেলে দেন গুরুত্বপূর্ণ ৮.৩ ওভার। মাইবার্গকে শিকার বানিয়ে এই প্রতিরোধ ভাঙেন এইডেন মার্করাম। এরপর টম কুপারকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ম্যাক্স। এই যুগলের ২৫ বলের জুটিতে আসে ৩৯ রান। পরপর দুই ওভারে দুজনকেই মাঠছাড়া করেন কেশভ মহারাজ। ম্যাক্স আউট হন ৩১ বলে ২৯ রান করে। ১৯ বলে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন কুপার।

ডাচদের চতুর্থ উইকেটের পতন ঘটান নর্টজে। তিনি শিকার বানান ব্যাস ডি লিডকে (১)। তখন ১৭.১ ওভারে নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল ১২৩ রান। সেখান থেকে দলের পুঁজি ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেন কলিন অ্যাকারম্যান। ২৬ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেন তিনি। ৭ বলে ১২ রান করে উইকেটের অপরপ্রান্তে অপরাজিত ছিলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের তৃতীয় ওভারে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন ফ্রেড ক্লাসেন। কুইন্টন ডি কককে (১৩) এডওয়ার্ডসের ক্যাচ বানান এই বাঁহাতি পেসার। প্রতিপক্ষের অধিনায়ক টেম্বা বাভুমাকে থামান পল ফন মিকেরেন। ২০ বল খেলে দলের খাতায় ২০ রান যোগ করতে পারেন বাভুমা।

পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করতে পারে দক্ষিণ আফ্রিকা। দলের বিপদের দিনে উইকেটে থিতু হয়ে মারমুখী হয়েছিলেন রাইলি রুশো। কিন্তু তাকে বেশিদূর এগোতে দেননি ব্র্যান্ডন গ্লোভার। ১৯ বলে ২৫ রান করে এই ডাচ পেসারের শিকার হন রুশো। ১৭ রান করা মার্করামকে প্যাভিলিয়নের পথ দেখান ক্লাসেন।

ইনিংসের ১৬তম ওভারে প্রোটিয়াদের সর্বনাশ করেন গ্লোভার। একে একে আউট করেন ডেভিড মিলার (১৭) এবং ওয়েন পারনেলকে (০)। তাতে শেষ ৩ ওভারে জয়ের জন্য ৪১ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু বাঁচা-মরার ম্যাচে শেষ পর্যন্ত কঠিন এই সমীকরণ মেলাতে পারেনি তারা। মাঠ ছাড়ে বাংলাদেশ ও পাকিস্তানের আশা বাড়িয়ে।
এই হারে প্রোটিয়াদের সেমির ভাগ্য ঝুলে থাকলো পরের দুই ম্যাচে। একমাত্র বৃষ্টিই পারে তাদের বাঁচাতে। কারণ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচে ফল এলেই বিদায় নেবে। সমান ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় গ্রুপ টেবিলে যথাক্রমে তৃতীয় ও পঞ্চম স্থানে আছে পাকিস্তান আর বাংলাদেশ। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

আরএ/

Header Ad
Header Ad

আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভার ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, আমরা ভাবছিলাম যে দ্রুত কাজ শেষ করে ক্যান্টনমেন্টে ফিরে যাব, কিন্তু কাজটা দীর্ঘদিন ধরে করে যেতে হচ্ছে। কাজ যেহেতু বহুদিন ধরে করে যেতে হচ্ছে তাই আমাদের ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের সাথে দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমরা দেশে যতদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃংখল কাজ করা যাবে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে।

কাজ করতে গিয়ে বল প্রয়োগ করা যাবে না উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, যতটুকু না করলেই না হয় সেটুকু বল প্রয়োগ করে কাজ করতে হবে।

এসময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে সেনাপ্রধান ফায়ারিং প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৩ ফায়ারারকে সেনাবাহিনীর শ্রেষ্ঠ ফায়ারিং পুরস্কার প্রদান করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ৩৩ পদাতিক ডিভিশন আর অরানার্সআপ হয়েছে ৭ পদাতিক ডিভিশন।

অনুষ্ঠানে, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে সেনা সদস্যদের উৎসাহ দিতে সেনাপ্রধান নিজেও ফায়ারিংয়ে অংশ নেন। এসময় নির্দিষ্ট টার্গেট করে কয়েক রাউন্ড ফায়ার করেন তিনি।

Header Ad
Header Ad

সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন। ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ৭টি রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।

Header Ad
Header Ad

১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার

১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন এই ১০৩ পুলিশ কর্মকর্তা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্নবর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক-২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)/বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)/রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

পদক প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আইনশৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান
সাজেকে ৭ রিসোর্ট ও কটেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার
বাংলাদেশ থেকে আসা বিদ্বেষী বার্তায় অসন্তুষ্ট নয়াদিল্লি: জয়শঙ্কর
কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, নিহত ১
আমাদের ব্যর্থতা আছে অস্বীকার করার উপায় নেই: আসিফ নজরুল
মিঠাপুকুরে ধর্ষকের গ্রেফতার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ
এবার মেহেদি হাসান ও বিপ্লব কুমার চাকরি থেকে বরখাস্ত
এমসি কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জামায়াত আমিরের দায় স্বীকার  
লালমনিরহাটে জামাত-শিবিরের কলেজ দখলের চেষ্টা
গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার  
এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চ্যানেল ‘চ্যানেল ওয়ান’ সম্প্রচারে বাধা নেই  
নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙার অভিযোগ  
‘ডু অর ডাই’ ম্যাচে নিউজল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ
আ:লীগ পাচার হওয়া অর্থ দিয়ে দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা  
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা ছিনতাই    
চট্টগ্রাম কলেজে ছাত্রদলের ওপর ছাত্রশিবিরের হামলা
সেমিফাইনালের পথে ভারত, কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানের হার
নাহিদের পদত্যাগ নিয়ে যা জানা গেল