শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

থার্টিফার্স্ট নাইটের আয়োজন নেই, তবুও কক্সবাজার সৈকতে মানুষের ঢল

ছবি: সংগৃহীত

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজারে ভ্রমণে এসেছে লাখো পর্যটক। তবে এবার থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে উন্মুক্ত স্থানে নেই কোনো কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফোটানো। কিন্তু প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন।

হোটেল কর্তৃপক্ষ বলছে, পুরানো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে হোটেলে বুকিং হয়েছে আশানুরূপ। এছাড়া পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, প্রতিবছর থার্টিফাস্ট নাইট উদ্‌?যাপন উপলক্ষে কক্সবাজার লোকারণ্য হয়ে ওঠে। এবারও বছরের শেষ সূর্যাস্ত দেখতে পাঁচ লাখের বেশি পর্যটক সমাগম হবে। উন্মুক্ত আয়োজন না থাকলেও মানুষের উপস্থিতি বাড়ছে এতে করে এখন পর্যটন ব্যবসায়ীদের মাঝে চাঙ্গা ভাব ফিরেছে।

সৈকতের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বিশ্বের দীর্ঘতম এ সৈকতের সবদিকে মানুষ আর মানুষ। এখানে এসে পর্যটকরা বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছেন। বেশিরভাগ নারী-পুরুষ সমুদ্রের পানিতে নেমে গোসলে ব্যস্ত। অনেক পর্যটক বালুচরে দাঁড়িয়ে সেলফি তুলছেন, কেউ সৈকতে সাজানো ছাতায় বসে শীতল হাওয়া উপভোগ করছেন, কেউ জেট স্কিতে চড়ে ঘোরাঘুরি করছেন, কেউ ঘোড়া ও বিচ বাইক নিয়েও ছুটছেন। সৈকতে পর্যটকদের ছবি তুলে দিতে দায়িত্ব পালন করছেন তিন শতাধিক পেশাদার আলোকচিত্রী।

সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলী পয়েন্ট, হিমছড়ি, দরিয়ানগর, পাটুয়ার টেক, ইনানী, রামু বৌদ্ধবিহারসহ দর্শনীয় স্থানগুলো পর্যটকে পূর্ণ। সমুদ্রে মানুষের আনাগোনা যত বাড়ছে ততই বাড়ছে লাইফগার্ড কর্মীদের তৎপরতা। সৈকতের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে ছুটে যাচ্ছেন তারা। হোটেল মালিক সূত্রে পাওয়া, শহরে পাঁচ শতাধিক হোটেল রিসোর্ট গেস্টহাউস কটেজের কোনো কক্ষ খালি নেই। বুকিং না দিয়ে চলে আসায় অনেকে এখন একটি কক্ষে গাদাগাদি করে পাঁচ-সাতজন করে থাকছেন।

কক্সবাজার হোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, 'এখন পর্যটন মওসুম, তার ওপর কয়েকদিন পরেই থার্টিফাস্ট নাইট উপলক্ষে কক্সবাজারে পর্যটকে ভরপুর। এবারে সব মিলিয়ে ৫ লাখের বেশি পর্যটক আসবে বলে মনে করছি।'

কক্সবাজারে পরিবার নিয়ে বেড়াতে আসা ঢাকার পর্যটক দম্পত্তি আবদুস সালাম ও শবনম মুশতারি জানান, প্রায় এক মাস আগে তারা হোটেল বুকিং করেছেন। প্রতিবারই এ সময়টা পরিবার নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন।

মেরিন ড্রাইভ সড়কের মারমেইড ইকো-টুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, 'তারকা শিল্পীদের নিয়ে থার্টি ফার্স্ট নাইটের উৎসব আয়োজন করছে মারমেইড কর্তৃপক্ষ। রিসোর্টের অতিথি ছাড়াও পর্যটকদের উৎসবে অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, '৩১ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে উন্মুক্ত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তা ছাড়া আতশবাজি, পটকাও নিষিদ্ধ করা হয়েছে। হোটেল-মোটেলসহ বিভিন্ন স্থানের বারও বন্ধ রাখা হবে।'

টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, 'ভ্রমণে এসে কোনো পর্যটক যেন হয়রানির শিকার না হন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। টু্যরিস্ট পুলিশ ও জেলা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে, যাতে পর্যটকরা নির্বিঘ্নে সৈকতে ঘুরতে পারেন। বিশেষ করে থার্টিফাস্ট নাইটের দিন কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করবে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের প্রতিটি মোড়ে তলস্নাশিও চালানো হবে।'

Header Ad
Header Ad

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত  

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ দলও। আর বৈশ্বিক এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেও চ্যাম্পিয়নস ট্রফিতে তার উপরই ভরসা রাখছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।

সদ্য শেষ হওয়া ডিসেম্বর পর্যন্ত অধিনায়ক হিসেবে মেয়াদ ছিল নাজমুল হোসেন শান্ত। তবে বোর্ড মেয়াদ বাড়ানো কথা ভাবলেও টি-টোয়েন্টিতে সরে দাঁড়িয়েছেন তিনি। তাই নতুন অধিনায়ককে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে বসিবি সভাপতি বলেন, শান্ত ইনজুরির কারণে সবশেষ সিরিজ দলের বাইরে গেছে। আপনারা বলেছেন ডিসেম্বরে ওর অধিনায়কের মেয়াদ শেষ হয়েছে।

‘তবে ও অধিনায়ক হিসেবেই দলে ফিরবে। এটা না হওয়ার কোনো কারণ দেখি না। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওকেই অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

টি-টোয়েন্টির অধিনায়ক নিয়ে ফারুক আহমেদ বলেন, শান্ত আমাকে বলেছে সেটা টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে চায়। তাই আমরা নতুন কাউকে ভাবছি। যেহেতু আমরা টি-টোয়েন্টি খেলব এখনও ছয় মাস পরে, তাই এখন এটা চিন্তার কিছু না।

এবারে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়ক হলে দেশসেরা ওপেনার তামিম ইকবালের নেতৃত্বে খেলছেন এই টাইগার ব্যাটার।

Header Ad
Header Ad

আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আগামী নির্বাচন আওয়ামী লীগের কপালে নেই। অবৈধভাবে ক্ষমতায় থেকে তারা যে তাণ্ডব চালিয়েছে, তা জাতি ভুলে যায়নি। তারা নির্বাচনেই বিশ্বাস করে না। তাদের আবার কীসের নির্বাচন?"

শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

জামায়াতের আমির বলেন, "আমরা বৈষম্য, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি, ঘুষ ও দুঃশাসনের বিরুদ্ধে। ছাত্র আন্দোলনে আহতদের দ্রুত চিকিৎসা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সবাইকে যার যার জায়গায় ফিরে যেতে হবে।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তুলতে কাজ করছে। স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে, তারা দেশকে অনিয়ম ও দুর্নীতির আবর্তে ঠেলে দিয়েছে। আমরা সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।"

ডা. শফিকুর রহমান বলেন, "আমরা ঐক্যবদ্ধ জাতি। আমাদের সম্মান চাই। আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।"

সম্মেলনে তিনি আরও বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানে মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার জন্য জীবন দিয়েছে। জামায়াত সেই লক্ষ্যেই কাজ করছে।"

অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট পেয়েছি, এর বেশি তথ্য নেই: জয়সওয়াল  

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো কূটনৈতিক নোট পাওয়ার তথ্য আবারও নিশ্চিত করেছে ভারত।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এ ব্যাপারে এর বেশি তথ্য নেই বলে জানান তিনি। এ ছাড়া বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচারকাজ যাতে সুষ্ঠু হয়, সেই আহ্বান জানিয়েছেন জয়সওয়াল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই বলছে, আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ থেকে কূটনৈতিক নোট পাঠানো নিয়ে প্রথম প্রশ্নটা করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে। তিনি বলেন, ‘এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে। আগেও বলেছি, প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই।’

এ ছাড়া বাংলাদেশে ইস্যুতে আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করা নিয়ে। এই ইস্যুতে তিনি বলেন, ‘বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচারকার্য যেন সুষ্ঠু হয়, সেই আহ্বান জানাচ্ছি।’

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই রয়েছেন। এর মধ্যে তাঁর বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হয়েছে। এমনকি গণহত্যার মামলাও রয়েছে। এ জন্য বিচারের প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে গত ২৩ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক নোট পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

শেখ হাসিনাকে ফেরাতে স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে দিল্লিকে আবার তাগিদ পত্র দেওয়া হবে বলে পরদিরই জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ইস্যুতে কী করা হবে, তা এখনো জানানো হয়নি ভারতের পক্ষ থেকে।

আজকের ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাংক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কি না জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তাসংক্রান্ত বিষয়ের ওপর ভারত সব সময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে।

জয়সয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্রসচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়।

ব্রিফিংয়ে দুই দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়েও প্রশ্ন করা হয়। ৫ জানুয়ারি ৯৫ জন ভারতীয় ও ৯০ জন বাংলাদেশি জেলে দুই দেশ থেকে মুক্তি পাবেন।

বাংলাদেশের পালাবদলের পর ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের ধরপাকড় ও ফেরত পাঠানোর ঘটনা বেড়ে গেছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, অবৈধভাবে দেশে ঢোকা মানুষদের খুঁজে বের করা ও ফেরত পাঠানো নিরাপত্তারক্ষীদের কাজ। তাঁরা সেই কাজ করছেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত  
আওয়ামী লীগের কপালে আগামী নির্বাচন নেই: জামায়াতের আমির
শেখ হাসিনাকে ফেরত চেয়ে নোট পেয়েছি, এর বেশি তথ্য নেই: জয়সওয়াল  
গুচ্ছতেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ভারতের ভূখণ্ড নিয়ে নতুন দুই প্রশাসনিক অঞ্চল ঘোষণা চীনের!  
কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
শেখ হাসিনা ফাঁসিতে ঝোলার জন্য দেশে আসবেন: রেজাউল করিম  
টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন, নেতৃত্ব পেলেন যারা  
তরুণ প্রজন্মের ত্যাগ স্বীকারকে বৃথা হতে দেওয়া যাবে না: এম সাখাওয়াত
মুক্তিযুদ্ধকে ৭২ এর সংবিধানের পক্ষে ঢাল বানানো হচ্ছে : আখতার  
এক যুগেরও অধিক সময় পর বাংলাদেশে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  
বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে: মির্জা ফখরুল  
একপেশে ম্যাচে রাজশাহীকে উড়িয়ে প্রথম জয় চট্টগ্রামের
বিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
দেশে যেন কখনোই ফ্যাসিবাদ ফিরতে না পারে: গণপূর্ত উপদেষ্টা  
ঘন কুয়াশায় গাড়ি দুর্ঘটনা এড়াতে চালকদের বিআরটিএ এর ৪ নির্দেশনা
নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না : ডা. শফিকুর
এবার ‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ
শীতার্তদের পৌনে সাত লাখ কম্বল দেবে সরকার
আজ যশোর একই মঞ্চে বয়ান করবেন আজহারী ও আহমাদুল্লাহ