গ্রুপের শেষ বল পর্যন্ত আশায় থাকবে পাকিস্তান
সুপার টুয়েলভের দ্বিতীয় গ্রুপ থেকে এখনো সেমিফাইনালিস্ট পায়নি বিশ্বকাপের মঞ্চ। ৬ দলের মধ্যে ৫ দল জিইয়ে রেখেছে তাদের আশা। আগামীকাল (৬ নভেম্বর) ভিন্ন তিন ম্যাচে মুখোমুখি হবে দলগুলো। এরই একটিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচে জয়ী দলকে নির্ভর করতে হবে অপর দুই ম্যাচের ফলের উপর। সেই হিসেবের মারপ্যাচে পড়ে মাথা ভার করছেন না বাবর আজমরা। বরং গ্রুপের শেষ বল পর্যন্ত আশায় থাকবে পাকিস্তান।
কাল সুপার টুয়েলভের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান এবং শেষ ম্যাচে ভারত-জিম্বাবুয়ে লড়বে। যদি ভারত ও দক্ষিণ আফ্রিকা জিতে যায় তাহলে সেমিতে চলে যাবে তারা এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বাংলাদেশ ও পাকিস্তান।
শেষ মুহূর্তে এমন পরিস্থিতিতে পড়ে পাকিস্তানের শান মাসুদের প্রতিক্রিয়া ছিল এমন, ‘সত্যি বলতে, এটা হবে... আমরা দুটো ম্যাচের মধ্যে স্যান্ডউইচ হয়েছি। একটির ফল আসবে যা আমরা আগে জানব। সেটা আমাদের পক্ষে হতে পারে, নাও হতে পারে। তারপর আরেকটা ম্যাচ আছে।’
পাকিস্তানি ওপেনার যোগ করেন, ‘আমরা পেছনে বা সামনে তাকাতে পারি না। যা আমাদের নিয়ন্ত্রণে আছে তা করতে পারি। তাই আমরা শুধু আমাদের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। আগে প্রথম ২০ ওভার দেখব। বিরতির পর পরের ২০ ওভার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব।’
পরিস্থিতি যেমনই হোক না কেন, লড়াইয়ের আগেই হাল ছাড়ছে না পাকিস্তান এমনটা উল্লেখ করে শান মাসুদ বলেন, ‘দুই হারের কারণে আমরা (গ্রুপ দুইয়ের পয়েন্ট টেবিলে) সেরা দুইয়ে নেই। তবে আমরা আশা হারাইনি। তাই আমরা বাংলাদেশ ম্যাচ থেকে দুটি পয়েন্ট নেওয়ার দিকে মনোনিবেশ করব এবং সেটা আমাদের হাতে। এই গ্রুপে শেষ বল না হওয়া পর্যন্ত আশা সব সময় থাকবে।’
এসজি