টিকিট ছাড়াও দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ
কাতার বিশ্বকাপ ফুটবলে টিকিট ছাড়াও দেখা যাবে ম্যাচ। আর সেটা নকআউট পর্বে। এক্ষেত্রে দর্শককে কাতারে প্রবেশের আগে টুর্নামেন্ট শনাক্তকরণ নথি হায়া কার্ডের জন্য আবেদন করতে হবে।
কাতার সরকারের মুখপাত্র জাবর হাম্মউদ বলেছেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। ২ ডিসেম্বর থেকে তারা কাতারে আসতে পারবেন। বিশ্বকাপের উত্তাপ সবাই উপভোগ করতে পারবেন।’
বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই প্রতিযোগিতার সময় কাতারে যাওয়া যাবে না। থাকতে হবে হায়া কার্ড। এই কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে প্রবেশ করা যাবে না। কাতার বিশ্বকাপের সরকারি ওয়েব সাইটেই হায়া কার্ডের জন্য আবেদন করা যাবে।
প্রায় ১.২ মিলিয়ন আন্তর্জাতিক পর্যটক বিশ্বকাপে কাতার সফর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬৪ ম্যাচের জন্য ইতোমধ্যেই ৩ মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গেছে।
২০ নভেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন সময়ই সর্বোচ্চ সংখ্যক দর্শক কাতার সফর করবে। এজন্য হোটেল, অ্যাপার্টমেন্ট, ক্রুস শিপসহ প্রায় সবকিছুই বুকিং শেষ হয়ে গেছে।
সবাই যাতে বিশ্বকাপের আমেজ নেবার সুযোগ পায় এজন্য কাতারের প্রতিবেশী শহরগুলোতে তাদের থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে। ম্যাচ দেখতে তারা বিমানে যাতায়াত করার সুবিধা পাবে।
আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া নকআউট পর্বে যেহেতু ১৬টি দল খেলবে সে কারণে চাপ অনেকটাই কমে আসবে।
১৯৫৪ সালে সুইজারল্যান্ডের পর সবচেয়ে ছোট দেশ হিসেবে কাতারে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। দোহার শহরজুড়ে নির্মিত ৮টি স্টেডিয়ামে মেট্রো ট্রেন ও বাস চলাচলের সুবিধা আছে।
এসজি