আবারও একইদিনে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ম্যাচ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো একই দিনে মাঠে নামছে এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান।
রবিবার (৩০ অক্টোবর) গ্রুপ টুয়ের ম্যাচে সকাল ৯টায় ব্রিসবেনে বাংলাদেশ খেলবে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বেলা ১টায় পার্থে পাকিস্তান মোকাবিলা করবে নেদারল্যান্ডসের। একই ভেন্যুতে বিকাল ৫টায় ভারত লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
গত ২৭ অক্টোবর গ্রুপ টুয়ের ম্যাচে একইদিনে মাঠে নেমেছিল এশিয়ার এই তিন দেশ। যেখানে ভারত শুধু জিতেছিল নেদারল্যান্ডসের সঙ্গে। পাকিস্তান ১ রানে হেরেছিল জিম্বাবুয়ের সঙ্গে। আর বাংলাদেশ রেকর্ড ১০৪ রানে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামীকাল কী হবে?
সেমির লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানের বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নাই। ডাচদের দিকে পাকিস্তান তাই তাকিয়ে আছে পাখির চোখ করে। সুবিধাজনক অবস্থানে থাকা ভারত প্রোটিয়াদের হারাতে পারলে সেমির রাস্তা হবে মসৃণ। জিম্বাবুয়েকে হারাতে পারলে বাংলাদেশেরও সেমির আশা বেঁচে থাকবে।
গ্রুপ টুয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে ভারত। টানা দুই জয়ে কোহলিদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। তৃতীয় স্থানে থাকা জিম্বাবুয়েরও পয়েন্টও ৩। ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ। দুই ম্যাচে হারা পাকিস্তানের কোনো পয়েন্টই নাই, অবস্থান পঞ্চম। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে নেদারল্যান্ডস।
এসজি