সিডনি স্টেডিয়ামে খেলেও ড্রেসিং রুম পাননি বাংলাদেশের ক্রিকেটাররা
সময় খারাপ গেলে যা হয়। বাংলাদেশ দলের মাঠের খেলা যাচ্ছেতাই রকমের বাজে হচ্ছে। কম শক্তির দলগুলোর বিপক্ষে জয় পেলেও তা আসছে অনেক কষ্টে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে হারছে বড় ব্যবধানে। এই ভালো খেলতে না পারার কারণে টেস্ট মযার্দা পাওয়ার ২২ বছরে অস্ট্রেলিয়া মাত্র ২ বার বাংলাদেশ দলকে আতিথিয়েতা দিয়েছে। সেখানে আবার তাদের মূল ভেন্যু যেমন মেলবোর্ন, সিডনি, হোবার্ট, ব্রিসবেন, অ্যাডিলেডে কোনও খেলা রাখা হয়নি। ডারউইন আর কেয়ানর্সেও মতো অপরিচিত ভেন্যুই ছিল বাংলাদেশের জন্য বরাদ্দ।
আইসিসির আসর উপলক্ষে অজিদের মূল ভেন্যুতে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ দল আজ সিডনিতে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু সেখানেও ছিল তাচ্ছিল্য। বাংলাদেশ দলকে সিডনির মূল ড্রেসিং রুম দেয়া হয়নি বলে জানা গেছে। সিডনি স্টেডিয়াম সংলগ্ন রাগবি মাঠের ড্রেসিং রুম দেয়া হয়েছিল বাংলাদেশ দলকে। সেখান থেকে খেলা দেখা সম্ভব না হওয়াতে বাংলাদেশ দলকে ডাগআউটে বসে খেলা দেখতে হয়েছে। আবার খেলা শেষে টিম হোটেলে নিয়ে যাওয়ার জন্য বাসও এসেছে অনেক বিলম্বে। এদিকে দ্বিতীয় খেলা ভারত ও নেদাল্যান্ডসের ছিল। সে ম্যাচে আবার নেদারল্যান্ডসের ক্রিকেটাররা ঠিকই ড্রেসিং রুম ব্যবহার করার সুযোগ পেয়েছেন!
এমপি/এএস