ম্যাকাবিকে ৭ গোল দিয়ে শেষ ষোলোয় মেসি-নেইমার-এমবাপ্পেরা
জিতলেই নিশ্চিত হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো। এমন সমীকরণ মাথায় নিয়েই ইসরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফারের বিপক্ষে মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে পার্ক দে প্রিন্সেসে নেমেছিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ইসরায়েলি ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমাররা। এই ত্রয়ীর দাপটে ম্যাকাবিকে ৭-২ গোলে হারিয়েছে পিএসজি। মেসি ও এমবাপ্পে করেন জোড়া গোল। গোল করার পাশাপাশি মেসি করালেনও দুটি। নেইমার ও কার্লোস সোলার করেন ১টি করে গোল। আর আরেকটি সিন গোল্ডবার্গের আত্মঘাতী গোল। অন্যদিকে ম্যাকাবির হয়ে জোড়া গোল করেন আবদৌলায়ে সেক।
ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় পিএসজি। বক্সের ভেতর মেসি বল বাড়িয়ে দেন এমবাপ্পেকে, তিনি ফিরতি পাস দেন মেসিকে। এরপর বাকি কাজটি সাড়েন মেসি। মেসির বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। মেসির মতোই বাঁকানো শটে গোল করেন তিনি।
৩৫তম মিনিটে মেসির অ্যাসিস্টে বাম পাশ থেকে শটে ম্যাকাবির জাল কাঁপান নেইমার। ৩৫ মিনিটে যখন ব্যবধান ৩-০ তখন গোলের খাতা খুলে ম্যাকাবি। ৩৮তম মিনিটে ফ্রি কিক থেকে হেডে গোল করে ব্যবধান কমান আবদৌলায়ে সেক। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে এক হালি পূর্ণ করে পিএসজি।
৪৪তম মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলের দেখা পান। বক্সের বাইরে এমবাপ্পের সঙ্গে ওয়ান-টু পাস, এরপর বুলেট গতির শটে বল জড়ান জালে। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
বিরতি থেকে ফিরে ব্যবধান আরও কমায় ম্যাকাবি। ৫০তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে পিয়েরট তা বাড়িয়ে দেন আবদৌলায়ের উদ্দেশ্যে। দারুণ হেডে লক্ষ্য ভেদ করেন তিনি। তবে এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ম্যাচের ৬৪তম মিনিটে আশ্রাফ হাকিমির বাড়ানো পাস থেকে গোল করেন এমবাপ্পে। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ে। ম্যাকাবির ডিফেন্ডার সিন গোল্ডবার্গ নিজেদের জালে বল জড়িয়ে বসেন। আর ৮৪তম মিনিটে ম্যাকাবির কফিনে শেষ পেরেক মারেন কার্লোস সোলার। মেসির সহায়তায় বাম পাশ থেকে পাওয়া পাসে বল জালে জড়ান তিনি।
এর ফলে ৭-২ গোলের দারুণ জয় নিয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
এসজি