টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডেসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
হোবার্টে আজ বাংলাদেশ দল লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে খেলছে। দলে ব্যাটসম্যান আটজন। তারা হলেন- সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন ,ইয়াসির আলী, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন। পেসার রাখা হয়েছে তিনজনকে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ ।দলে স্পিনারের ভূমিকা পালন করবেন সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেনের সঙ্গে প্রয়োজনে আসিফ হোসেন ও ইয়াসির আলী। মিডিয়াম প্লেস বোলিং করতে পারেন সৌম্য সরকার।
নেদারল্যান্ডসের বিপক্ষে এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছিল। জয় ছিল দুটিতে হেরেছিল একটিতে।
প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস। তিনি বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। আমরা দেখেছি দলগুলোকে রান তাড়া করে জিততে দেখেছি। আবহাওয়াও আমাদের সাহায্য করবে। এখন প্রতিদ্বন্দ্বিতা করার সময় ও জয় তুলে নেওয়ার সময়।’
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা এখানে দেরিতে এসেছি কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি ছিল। আমাদের ফাস্ট বোলিং গ্রুপ সত্যিই ভালো করছে, তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও, আমি কীভাবে দলকে গাইড করি তা সত্যিই গুরুত্বপূর্ণ কারণ আমরা এই দলে অনেক তরুণ পেয়েছি। মেহেদী মিরাজ, শরিফুল ইসলাম ও এবাদত খেলছে না আজ।’
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস স্কোয়াড
ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বেক, শরিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
এমপি/আরএ/