আগে হয়নি, সাকিবের বিশ্বাস এবার হবে
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো পরিপূর্ণ দল হয়ে উঠেনি বাংলাদেশ। ক্রমাগত হারের পাশাপাশি দুই একটি জয়ে টিকে আছে এই ফরম্যাটের ক্রিকেট।
চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের মিশন শুরু হবে সোমবার (২৪ অক্টোবর) থেকে। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তার আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিশেষ সামর্থ্যের কথা বলে স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন। তারকা এই অলরাউন্ডারের মতে, এই বিশ্বকাপে কিছু একটা করে দেখানোর সামর্থ্য আছে ক্রিকেটারদের, যা আগের বিশ্বকাপগুলোতে ছিল না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কখনো সেমির বৈতরণীতে পা রাখতে পারেনি। ২০০৭ প্রথম বিশ্বকাপে সুপার এইট। পরের তিন বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ। ২০১৪ ও ২০১৬ তে সুপার এইট। সর্বশেষ ২০২১ বিশ্বকাপে সুপার টুয়েলভে সব ম্যাচ হেরে বিদায়। এই হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স।
এবার প্রথম রাউন্ড খেলতে হয়নি বাংলাদেশের। সরাসরি খেলছে সুপার টুয়েলভ পর্ব। যেখানে নেদারল্যান্ডস ছাড়াও প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। বলা চলে সবাই কঠিন প্রতিপক্ষ। জিম্বাবুয়ের নাম আসতে পারে দুর্বল হিসেবে। কিন্তু এই দলের সঙ্গেও চলতি বছর তাদের মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ।
তারপরও আশার বীজ বুনছেন সাকিব। রবিবার (২৩ অক্টোবর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এখানে আমরা একটা বিশ্বকাপ খেলতে এসেছি, বাংলাদেশের হয়ে। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এমন একটা ফরম্যাট যেখানে আমরা কখনোই খুব একটা ভালো করিনি। তবে আমি বিশ্বাস করি এই বিশ্বকাপে আমাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আমরা এর আগে কোনো বিশ্বকাপে করিনি।’
সুপার টুয়েলভ পর্বে পাঁচটি ম্যাচ। সাকিবের মতে, এইসব ম্যাচের জন্য প্রস্তুত তার বাহিনী। তিনি বলেন, ‘বিশ্বকাপে পাঁচটা ম্যাচের প্রস্তুতি আমরা নিয়ে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি, আমাদের প্রস্তুতি একই রকম থাকবে। সেটা নেদারল্যান্ডস, পাকিস্তান, ভারত, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা সবার সঙ্গে একই থাকবে। প্রস্তুতি বা চিন্তায় কোনো পরিবর্তন আসবে না। আর তারা কিন্তু কোয়ালিফাই করে ডিজার্ভিং দল হিসেবেই এসেছে।’
এসজি