হারের বৃত্তে থেকেও প্রস্তুতিটা ভালো মনে করছেন সাকিব
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বের লড়াই শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। বাংলাদেশের মিশন শুরু হচ্ছে অবশ্য আগামীকাল সোমবার থেকে।
হোবার্টে গ্রুপ টুয়ের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হওয়া ম্যাচে জয়ের জন্য পাখির চোখ করে আছে সাকিব ব্রিগেড।
গত বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। এবারের গ্রুপটাও বেশ কঠিন। তবে বিশ্বকাপে মাঠে নামার আগে বাংলাদেশ অধিনায়ক তৃপ্তির ঢেকুর তুলছেন। বিশেষ করে দলের সার্বিক প্রস্তুতি নিয়ে খুশি তিনি।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে বাংলাওয়াশ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ হেরেছিল চারটি ম্যাচেই। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানদের সঙ্গেও হার। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অবশ্য বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। যেখানে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি হলে বাংলাদেশ হারতো, তা নিয়ে সংশয় ছিল কমই।
এত হারের ভিড়ে বাংলাদেশের প্রস্তুতি ভালো বলে মনে করছেন সাকিব। রবিবার তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। সবাই ফিট এবং খেলার জন্য তৈরি। আমার মতে নিউজিল্যান্ডে খেলা চার ম্যাচ আমাদের সাহায্য করবে। বিশেষ করে হোবার্টের আবহাওয়া অনেকটা ক্রাইস্টচার্চের মতো। তো হ্যাঁ, সবাই প্রস্তুত এবং আগামীকালের ম্যাচের জন্য রোমাঞ্চিত।’
অনেক ওলট পালট হয়েছে ব্যাটিং অর্ডার নিয়ে। কালকের ম্যাচে একাদশ কেমন হবে? সাকিব বলেন, ‘দেখুন, এখানে ১৫জন খেলতে এসেছে। সবাই তৈরি এবং ফিট। প্রতিটা পজিশনে মানিয়ে নেওয়ার মতো সক্ষমতা রাখে।’
‘আমি ব্যক্তিগতভাবে চাই সবাই সেটা পারবে। ওপেন মাইন্ডেড থাকবে; দলের প্রয়োজনে যাকে যখন যেখানে খেলতে হয় বা যে ওভার বোলিং করা লাগে, যে জায়গায় ফিল্ডিং করা লাগে সবাই সেটার জন্য প্রস্তুত,’ যোগ করেন তিনি।
এমএমএ/