নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশের হার অঘটন নয়!
টি-টোয়েন্টিতে শক্তিশালী প্রতিপক্ষ নয় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের দুর্বলতাকে কাজে লাগিয়ে জয়ের রেকর্ড আছে নেদারল্যান্ডসের। তাই আগামীকাল যখন বিশ্বকাপের মূলপর্বে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল, তখন সাকিব আল হাসানদের হুমকি দিয়ে রাখলেন টম কুপার। একইসঙ্গে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিলেন, নেদারল্যান্ডস বাংলাদেশকে হারালে অঘটন বলা যাবে না!
ডাচরা মূল বিশ্বকাপে এসেছে প্রথম রাউন্ডের বাধা টপকে। বাছাইপর্বের পথটা খুব মসৃণ ছিল না তাদের জন্য। স্কট এডওয়ার্ডসের দল মূলপর্বে ওঠেছে সংযুক্ত আরব আমিরাত এবং নামিবিয়ার বিপক্ষে কষ্টসাধ্য জয়ের মাধ্যমে। এমনকি সুপার-টুয়েলভ নিশ্চিত করতে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় তাদের। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ও জিম্বাবুয়েকেই টার্গেট করেছে নেদারল্যান্ডস।
কুপার বলেছেন, ‘সুপার-টুয়েলভে কিছু শক্তিশালী দল আছে, কিন্তু আমরা (বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে) আমাদের সুযোগ দেখছি। আমরা কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে এসেছি এবং বাংলাদেশ সবেমাত্র শুরু করছে। তাদের একটি ওয়ার্ম-আপ ম্যাচ ভেস্তে গেছে, শুধুমাত্র একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছে। আপনারা বলছেন যদি নেদারল্যান্ডস জিতে, তবে এটা অঘটন হবে। আমরা কিন্তু এটিকে সেভাবে দেখছি না।’
ডাচ ব্যাটার যোগ করেন, ‘আমরা এখানে (অস্ট্রেলিয়ায়) প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি। অতীতে বাংলাদেশের বিপক্ষে লড়াই করেছি। আগামীকাল আমরা তাদের হারাতে পারব না— এমনটার কোনো কারণ দেখি না আমি।’
গ্রীষ্মে ব্যস্ত পার করেছে নেদারল্যান্ডস। খেলেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে। যদিও সব ম্যাচে ফল তাদের পক্ষে ছিল না, তবুও এটা তাদের আত্মবিশ্বাসের উৎস।
কুপারের বিশ্বাস, অল্প সময়ে বেশি ম্যাচ খেলার সুফল পাবে নেদারল্যান্ডস, ‘আমরা এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে এসেছি। আমরা এই গ্রীষ্মে বড় দলের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছি। আমাদের তাদের হারানোর সুযোগ ছিল, আমরা সেই অভিজ্ঞতা এই টুর্নামেন্টে নিয়ে যাচ্ছি। শুধু সংখ্যা বাড়াতে নয়, আমরা এখানে লড়তে এসেছি। এটা শুরু হচ্ছে বাংলাদেশ দিয়ে।’
ছয় বছর আগে একই মঞ্চে বাংলাদেশের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিলেন কুপার। শ্রীলঙ্কার ধর্মশালায় ওই ম্যাচে টাইগাররা জিতেছিল ৮ রান ব্যবধানে। টি-টোয়েন্টিতে সবমিলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ জিতেছে দুবার, নেদারল্যান্ডস একবার। তাই নিজেদের আত্মবিশ্বাস ধরে রাখতে অতীতে চোখ রাখার বিপক্ষে ৩৫ বছর বয়সি কুপার।
ডাচ ব্যাটারের ভাষ্য ছিল ঠিক এমন, ‘বাংলাদেশ বিপদজ্জনক একটি দল। তবে টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে। আমরা অতীতে তাদের রেকর্ডের দিকে খুব বেশি নজর দেব না। তাদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। অতীতে তাদের সঙ্গে আমাদের কিছু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তাই আগামীকাল তাদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই লড়তে নামব আমরা।’
আরএ/