ভারতকে ১৬০ রানের চ্যালেঞ্জ পাকিস্তানের
অষ্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৫৯ রান।
পাকিস্তানের ব্যাটার শান মাসুদ ৪২ বলে অপরাজিত থাকেন ৫২ রানে। এ ছাড়া ইফতেখার আহমেদ ৪৩ বলে ৫১ ও শাহিন শাহ আফ্রিদি করেন ৮ বলে ১৬ রান।
ভারতের হয়ে আর্শদ্বীপ সিং ৩২ রান দিয়ে ৩টি ও হার্দিক পান্ডিয়া ৩০ রান দিয়ে ৩টি উইকেট নেন।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন, আর্শদ্বীপ সিং, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলি, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, ইফতিখার আহমেদ, আসিফ আলি, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
আরএ/