দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার
প্রথমে বোলারদের দাপট। এরপর ব্যাটারদের তাণ্ডব। দুই বিভাগে দুর্দান্ত খেলে ।অ্যায়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ৯ উইকেটের দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে এশিয়ার চ্যাম্পিয়নরা।
রবিবার (২৩ অক্টোবর) হোবার্টে দিনের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৮ রানের ছোট পুঁজি পায় আইরিশরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ বল হাতে রেখেই জয়ের দেখা পায় লঙ্কানরা।
ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় আইরিশরা। মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন অ্যান্ড্রু বালব্রিনি। তাকে আউট করেন লাহিরু কুমারা। প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপে দ্বিতীয় আঘাত হানেন মাহিষ থিকসানা। তিনি উইকেটে থিতু হতে দেননি লরক্যান টাকারকে। এই ব্যাটার সাজঘরে ফেরেন ১০ রান করে। এতে পাওয়ারপ্লের ৬ ওভারে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৪০ রান।
দলের বিপদে হাল ধরেছিলেন পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নামা স্টার্লিং ২৫ বলে করেন ৩৫ রান। তাকে মাঠছাড়া করেন ধনাঞ্জয়া ডি সিলভা। উইকেটের । আরেকপ্রান্তে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে পারেননি টেক্টর। ৪৫ রান করতে ৪২ বল লাগে তার। ছিল ২ চার এবং ১ ছক্কার মার। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দোর শিকার হন টেক্টর।
শ্রীলঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংসের শেষের দিকেও জ্বলে উঠতে পারেনি আইরিশ ব্যাটাররা। এতে ১৩০ ছাড়ায়নি তাদের দলীয় সংগ্রহ। শ্রীলঙ্কার হয়ে দুটো করে উইকেট পান থিকসানা ও ভানিন্দু হাসারঙ্গা। একটি করে উইকেট পান বিনুরা, লাহিরু, চামিকা এবং ধনাঞ্জয়া। লঙ্কান বোলারদের প্রত্যেকের ইকোনোমি ছিল ৭ এর নিচে।
রান তাড়ায় দলকে দারুন শুরু উপহার দেন কুশাল মেন্ডিস ও ধনাঞ্জয়া। দুজনের উদ্বোধনী জুটিতে দলের খাতায় যোগ হয় ৬৩ রান। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বল এই জুটি ভাঙেন গ্যারেথ ডেলানি। ব্যক্তিগত ৩১ রানে (৩৫ বলে) এই আইরিশ বোলারের শিকার হন ধনাঞ্জয়া। এরপর অার কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। চারিথ অাসালঙ্কাকে সঙ্গে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন কুশাল। ছক্কা মেরে দলকে জেতান তিনি।
কুশালের হাফসেঞ্চুরির ইনিংসে (৪৩ বলে ৬৮ রান) ছিল ৫ চার এবং ৩ ছক্কার মার। চারিথ অপরাজিত ছিলেন ৩১ রানে।
এসআইএইচ/এমএমএ/