শ্রীলংকাকে ১২৯ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড
টি-টোয়েন্টির বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১২৯ রানের সহজ টার্গেট দিল আয়ারল্যান্ড।
বাংলাদেশ সময় রবিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় অষ্ট্রেলিয়ার হোবার্টের বেলেরিভ অভালে মুখোমুখি হয় এই দুই দল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবিরনিক।
তবে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে পারল না আয়ারল্যান্ড। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত লঙ্কান বোলারদের মোকাবেলা করতে ব্যর্থ হয় আইরিশ ব্যাটাররা। ফলে পল স্টার্লিংয়ের ২৫ বলে ৩৪ ও হ্যারি টেক্টরের ৪২ বলে ৪৫ রানের সুবাদের শেষ পর্যন্ত দলীয় স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২৮ রান।
শ্রীলংকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন মাহিশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, সিমি সিং, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল।
শ্রীলঙ্কা একাদশ:
আশেন বান্দারা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয়া ডি সিলভা, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো।
এসআইএইচ