আফগানদের পরিকল্পনা কাজে আসেনি
বোলিং ইউনিট আফগানিস্তান দলের মূল শক্তি। কিন্তু বিশ্বকাপের শুরুতে বোলারদের লড়াইয়ের মঞ্চ গড়ে দিতে ব্যর্থ হয়েছে আফগান ব্যাটাররা। ফলস্বরূপ ইংল্যান্ডের কাছে ৫ উইকেটের হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে তারা। আইসিসি ইভেন্টে বাজে শুরুর পর অধিনায়ক মোহাম্মদ নবী জানালেন, তাদের পরিকল্পনা কাজে আসেনি ম্যাচে।
শনিবার (২২ অক্টোবর) পার্থ স্টেডিয়ামে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। অল্প পুঁজি নিয়েও লড়াকু মানসিকতা দেখিয়েছেন ফজলহক ফারুকী এবং রশিদ খানরা। কিন্তু প্রতিপক্ষকে হতাশ করতে পারেননি তারা। ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্রিকেটের জনকরা।
পুরস্কার বিতরণী মঞ্চে দলের হারের ব্যাখ্যায় নবী বলেছেন, ‘টুর্নামেন্টে শুরুটা ভালো হলো না। তবে আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছি।’
নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিপক্ষের প্রশংসায়ও মাতেন আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘সবাই জানে, ইংল্যান্ড টি-টোয়েন্টির অন্যতম সেরা দল। উইকেট ইংল্যান্ডের জন্য বেশি উপযোগী ছিল। আমরা ভালো সংগ্রহ পাইনি এবং তারা ২-৩টি ভালো ক্যাচ নিয়েছে। আমরা ভেবেছিলাম ১৪০-১৫০ রান লড়াই করার জন্য ভালো সংগ্রহ হবে, কিন্তু ততদূর যেতে পারিনি।’
নবী যোগ করেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যদি ভালো সংগ্রহ পাই তাহলে আমাদের মানসম্পন্ন স্পিনার আছে, আমার, রশিদ ও মুজিবের বিগব্যাশ লিগে খেলার
অভিজ্ঞতা আছে। আমরা আমাদের ভুলগুলো থেকে শিখব এবং উন্নতি করব।’
এসজি