হোবার্টে বাংলাদেশ দল
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে শনিবার (২২ অক্টোবর) ব্রিসবেন থেকে হোবার্ট গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। ব্রিসবেনে বাংলাদেশ দল গিয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারলেও দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে যথারীতি ছিল বাংলাদেশের হার। হেরেছিল ৬২ রানে। হারের বৃত্তে বন্দী থাকা বাংলাদেশ দল আছে একটি জয়ের সন্ধানে। সেই জয়ের আশায় তারা আগামী ২৪ অক্টোবর মাঠে নামবে নেদারল্যান্ডসের বিপক্ষে। নেদারল্যান্ডস প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠে এসেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুর পর থেকে প্রতিবারই অংশ নিয়েছে বাংলাদেশ। শুধুমাত্র ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে উইন্ডিজকে হারানো ছাড়া পরে আর কোনো ম্যাচ জিততে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। তারপরও প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পাওয়ায় অন্তত জয়ের আশা জেগে উঠেছে। এখন ২২ গজে নিজেদের প্রমাণ দেওয়ার পালা। সেখানে জিততে পারলে বাংলাদেশ জয়ের খরা কাটাবে দুইভাবে। প্রথমটি হারের বৃত্ত ভাঙা আর দ্বিতীয়টি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাবে দ্বিতীয় জয়ও।
এমপি/এসজি