আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ঘাম ঝরানো জয়
আফগানিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ অলরাউন্ডার স্যাম কারানের তোপে ১১২ রানেই গুটিয়ে যায় আফগানরা। লক্ষ্য মাত্র ১১৩ রানের হলেও ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের।
১১ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। অল্প লক্ষ্যের ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছে আফগান বোলাররা।
পার্থ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১১২ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। স্যাম কারানের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা। ৩.৪ ওভারে ১০ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন স্যাম কারান। একে একে ফেরান ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০), আজমাতুল্লাহ ওমরজাই (৮), রশিদ খান (০) এবং ফজলহক ফারুকি (০) কে।
এ ছাড়া মার্ক উড ২৩ রান দিয়ে ও বেন স্টোকস ১৯ রান দিয়ে ২টি করে এবং ক্রিস ওকস ২৪ রান দিয়ে ১টি উইকেট তুলে নেন।
১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা আহামরি করতে পারেনি ইংল্যান্ড। দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস আফগান বোলারদের উপর চড়াও হতে পারেনি। ১৮ বলে ১৮ রান করে বাটলার ফজলহক ফারুকির এবং ২০ বলে ১৯ রান করে হেলস ফরিদ আহমেদের শিকার হন।
দুই ওপেনারের মতো ব্যর্থতার পথে হাঁটেন ডেভিড মালান, বেন স্টোকস এবং হ্যারি ব্রোক। মালান যেন পুরো উল্টো পথে হাঁটলেন। টি-টোয়েন্টিতে ৩০ বলে করেন মাত্র ১৮ রান। তাকে ফেরান মুজিব উর রহমান। অন্যদিকে বেন স্টোকস ৪ বলে ২ রান করে মোহাম্মদ নবী এবং ব্রোক ৬ বলে ৭ রান করে রশিদ খানের শিকারে পরিণত হন।
লিয়াম লিভিংস্টোন ২১ বলে ৩ চারে ২৯ ও মঈন আলী ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন। ১৮.১ ওভারে ৫ উইকেট জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।
এসজি