বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

মিডল অর্ডারে আমাদের আস্থা আছে: বাবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে ব্যাটিংয়ে ভরসার কেন্দ্রে বাবর এবং মোহাম্মদ রিজওয়ান। দুই ওপেনারের কাঁধে চেপে দারুণ ছুটছে তারা। তাদের মিডল অর্ডার চলছে উল্টো রথে। তাই সাবেক ভারতীয় ক্রিকেটাররা রোহিত শর্মাকে দিয়েছেন এমন টোটকা-ম্যাচ জিততে হলে দ্রুত আউট কর বাবর ও রিজওয়ানকে। এটা কি আসলেই ভারতের জয়ের জন্য যথেষ্ট হবে? পাকিস্তানের মিডল অর্ডার কি খুবই ভঙ্গুর? কাল ভারত ম্যাচের আগে, শনিবার এমন সব প্রশ্নই ওঠেছিল বাবর আজমের সংবাদ সম্মেলনে।

সাংবাদিকদের প্রশ্নের বিপরীতে হাসিমাখা মুখে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘দেখুন স্যার, এটা আমরা (ম্যাচের) দিন জানতে পারব। আপনি কখনো কিছু জানেন না। এটা টি-টোয়েন্টি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে যে কেউ আপনাকে চমকে দিতে পারে। মিডল অর্ডারে আমাদের বিশ্বাস আছে। তারা আমাদের বেশ কিছু ম্যাচ জিতিয়েছে, তারা যথেষ্ট কঠিন পরিস্থিতিতে পারফর্ম করেছে। আপনাকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।’

কালকের ভারত-পাকিস্তান লড়াই কোনো নকআউট ম্যাচ নয়। হারলেও সর্বনাশ হবে না কোনো দলের। তবে লড়াইটা যেহেতু ভারত-পাকিস্তানের মধ্যে, তাই বরাবরের মতো মহারণ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। সব সময়কার মতো এবারও বাড়তি চাপের ম্যাচ এটা, যা মেনে নিয়েছেন বাবর।

চিরশত্রুদের বিপক্ষে ম্যাচের উত্তেজনা ভালোভাবেই টের পাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। এতে ভড়কে যাচ্ছেন না তিনি। বরং দেশকে আরও একটি জয় উপহার দিতে নিজেদের সবটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাবর বলেছেন, ‘নিঃসন্দেহে (ভারতের বিপক্ষে) বাড়তি চাপের ম্যাচ। তবে আমরা এটাকে সহজ রাখার চেষ্টা করব। আমাদের সক্ষমতা এবং আমরা যে অনুশীলন করেছি তাতে বিশ্বাস রাখতে চাই। এটা ভালো একটি ম্যাচ হতে চলেছে, যদিও আমি জানি না যে উইকেটের আচরণ কেমন হবে।

আমরা আমাদের ভক্তদের তাদের সমর্থনের জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশের জন্য ভালো করার চেষ্টা করব।’

পাকিস্তানের শক্তির জায়গা বোলিং ইউনিট। এই দিক থেকে চ্যালেঞ্জ দেখছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর শাহিন শাহ আফ্রিদিদের শক্তি আত্মবিশ্বাস যোগাচ্ছে বাবরকেও।

এমনটা স্পষ্ট পাকিস্তান অধিনায়কের বক্তব্যে, ‘আমাদের পেসাররা দারুণ পারফর্ম করছে। শাহিদ দলে ফিরেছে, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ বোলিংয়ে উন্নতি করেছে। আমাদের বোলিং ইউনিটের প্রতি আমাদের আস্থা অনেক বেশি। সুতরাং ম্যাচের দিনে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করব।’

ভারত ম্যাচের জন্য একাদশও সাজানো প্রায় শেষ পাকিস্তানের। কাল উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় ভারত ম্যাচে খেলা হচ্ছে ফখর জামানের। তবে মাথায় চোট পাওয়া শান মাসুদ ফিট ম্যাচের জন্য। এসব তথ্য নিশ্চিত করেছেন অধিনায়ক বাবর।

এমএমএ/

Header Ad

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা কমানোর পর ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দরের কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

এর আগে সোমবার ও মঙ্গলবার দুই দফায় কমানো হয় স্বর্ণের দাম। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২,৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২,৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২,১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১,৫৮৬ টাকা।

Header Ad

বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার

বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়-বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুই কর্মচারী হলেন- বিজি প্রেসের পোটার মো. মজনু মিয়া (৫৯) ও বাইন্ডার মো. আকরাম হোসেন (৪৭)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, বিসিএস প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ৮ জুলাই সরকারি কর্মকমিশনের অধীনে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আমেদ আলী ও তার ছেলে সোয়ানুর রহমান সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি। এ ঘটনায় পরবর্তী সময়ে মামলা হয়। মামলার পর প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করে সিআইডি।

Header Ad

সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৮ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩ সনের ১ম বর্ষ অনার্স পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে। অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচি অপরিবর্তিত থাকবে।

Header Ad

সর্বশেষ সংবাদ

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম
বিসিএসের প্রশ্নফাঁস: বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার
সাত কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা স্থগিত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল
ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত: রিজভী
জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, বিচারককে ডিম ছুড়লেন আইনজীবীরা
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিজেপির বিক্ষোভ
নিরবের পরকীয়ার অভিযোগ ফিরিয়ে নিলেন স্ত্রী, চাইলেন ক্ষমা
মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
স্ত্রী হত্যা মামলায় জামিন পেলেন সাবেক এসপি বাবুল
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম, নেতৃত্বে হাসনাত-সারজিস
চাঁদাবাজি ও কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানের অব্যাহতি
পাবনার আটঘরিয়ায় দিনে-দুপুরে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
যে পেশায় মানুষের জায়গা নিতে পারবে না এআই
প্রবাসীদের জন্য মধ্যপ্রাচ্যে ইলিশ রপ্তানির উদ্যোগ
সুপ্তার সেঞ্চুরির আক্ষেপের পরেও বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
নায়ক নিরবের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর
মুন্সি সমিতির অফিসে আগুন দিলো আইনজীবীরা
মৃত্যুর ৬ বছর পর প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর নতুন গান
তানজিম সাকিবের দারুণ বোলিং, জয়ে শুরু গায়ানার