বাকি চার ম্যাচ জিততে হবে: ফিঞ্চ
বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। শনিবার (২২ অক্টোবর) সিডনিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮৯ রানে। হতাশার শুরু পোড়াচ্ছে অ্যারন ফিঞ্চকে। একই সঙ্গে ব্যর্থতার কথা ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অজি অধিনায়ক। তিনি বলেছেন, গ্রুপ-১ এ নিজেদের বাকি চার ম্যাচের প্রতিটিই জিততে চায় অস্ট্রেলিয়া।
হারের পর পুরস্কার বিতরণী মঞ্চে ফিঞ্চ বলেছেন, ‘বড় একটি শুরু প্রয়োজন ছিল, সেটা হয়নি এবং আমরা ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যাই। আমাদের প্রথমে উইকেটের প্রয়োজন ছিল যা ঘটেনি। যখন রান তাড়া করতে নামি, আমরা অনেক উইকেট হারিয়ে ফেলি। নেট রানরেটের সঙ্গে খাপ খাইয়ে শট খেলতে পারিনি। আমরা
পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলব। চারটি ম্যাচ বাকি। সবগুলো জিততে হবে এবং ভাগ্য আমাদের পাশে থাকবে।’
২০০৯ সালের ফেব্রুয়ারির পর অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলে স্বাগতিকদের বিপক্ষে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। এমনকি ঘরের মাঠে অজিদের টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বনিম্ন ১১১ দলীয় সংগ্রহের লজ্জা দিয়েছে কিউইরা। দারুণ এই পারফরম্যান্সের পর উচ্ছ্বসিত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
তিনি বলেছেন, ‘অসামান্য দিনগুলোর একটি এটি। ব্যাটিংয়ে অনেক বেশি অবদান ছিল। বোলাররাও ভালো করেছে এবং মাঠ ভালো সমর্থন দিয়েছে। সবাই এই দলে তাদের ভূমিকা জানে, আমরা তাদের (অস্ট্রেলিয়ার) বোলিংয়ের গুণমান সম্পর্কে জানতাম।’
কিউইদের জয়ের ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৯২ রানে অপরাজিত ছিলেন তিনি। ওপেনিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন ফিন অ্যালেন। মাত্র ১৬ বলে ৪২ রান করেন তিনি। তাই কৃতিত্বটা অ্যালেনকে দিয়েছেন কনওয়ে।
তিনি বলেন, ‘ছেলেদের বিশেষ পারফরম্যান্স। কৃতিত্বটা ফিনের। সে যেভাবে শুরু করেছিল তাতে আমরা গতি পেয়েছি। ফিনের ইনিংসটা বিশেষ ছিল। আমি তাকে এমনটা বারবার করতে দেখেছি, আন্তর্জাতিক ক্রিকেটে সে তরুণ কিন্তু খুবই বিস্ফোরক এবং নির্ভীক। আর যেকোনো মঞ্চে অস্ট্রেলিয়াকে হারানো বড় ব্যাপার। আমরা এই ছন্দ পরের ম্যাচেও ধরে রাখব।’
এসজি