এই পাকিস্তান খুবই চ্যালেঞ্জিং: রোহিত
ক্রিকেটে কয়েক দশক ধরে ধরে পাকিস্তানের বিপক্ষে আধিপত্য ধরে রেখেছিল ভারত। ১৯৯০ দশকের পর থেকে। তবে দুই দলের সবশেষ তিন সাক্ষাতে দু'বার হেরেছে ভারত। একবার সংযুক্ত আরব আমিরাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। মধ্যপ্রাচ্যের দেশটিতেই হেরেছে আরেকবার। সেটা সবশেষ এশিয়া কাপে।
রবিবার (২৩ অক্টোবর) ফের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মঞ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অকপটে স্বীকার করলেন, এই পাকিস্তান দল খুবই চ্যালেঞ্জিং একটি দল।
রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান।
কঠিন ম্যাচটির আগে শনিবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আমি ‘চাপ’ শব্দটি ব্যবহার করতে চাই না। কারণ চাপ থাকবেই, আমি এটাকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। এই পাকিস্তান দল খুবই চ্যালেঞ্জিং দল। পাকিস্তানের বোলাররা আমাদের চ্যালেঞ্জ জানাবে। আমরাও প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং আমাদের চ্যালেঞ্জ জয় করতে হবে।’
চিরশত্রুদের বিপক্ষে শেষ তিন ম্যাচের দুটিতে হারের প্রসঙ্গ উঠতেই ভারতীয় অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১ সালে) ম্যাচের দিন পাকিস্তান ভালো অবস্থানে ছিল। এশিয়া কাপেও তারা ভালো ছিল। ভাগ্যক্রমে এশিয়া কাপে আমরা তাদের সঙ্গে দুবার খেলতে পেরেছিল যেহেতু তাদের সঙ্গে আমাদের খুব বেশি খেলা হয় না। আমাদের তাদের শক্তি এবং দুর্বলতাগুলো চিহ্নিত করতে হবে। তবে ম্যাচের দিন ভালো খেলতে পারলে আপনি সবর্দা জিততে পারবেন।’
শুধু পাকিস্তান চ্যালেঞ্জ নয়, অস্ট্রেলিয়ায় শিরোপা খরা ঘুচানোর চ্যালেঞ্জও রোহিত-কোহলিদের সামনে। এবার শিরোপার স্বাদ না পেলেও এক দশক আইসিসি ইভেন্টে ট্রফিহীন থাকতে হবে ভারতকে। যেমনটা মোটেও চান না রোহিত। তিনি বলেন, ‘আইসিসি টুর্নামেন্টে, বিশেষ করে বড় ম্যাচে আমরা যে পারফরম্যান্স দেখাতে চাই তা হয়নি। কিন্তু আমি বিশ্বাস করি সুযোগ সব সময়ই আসে এবং আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। এজন্য আমাদের কিছু জিনিসের উপর ফোকাস করতে হবে।’
ভারতীয় অধিনায়ক যোগ করেন, ‘৯ বছর ধরে আইসিসি ট্রফি জিততে না পারাটা একটি চ্যালেঞ্জ। শেষ আমরা জিতেছিলাম ২০১৩ সালে (চ্যাম্পিয়ন্স ট্রফি)। আমাদের মতো দলের উপর অনেক প্রত্যাশা, আমরা অবশ্যই এতে কিছুটা হতাশ। এই টুর্নামেন্টটি (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমাদের এটা পরিবর্তন করার ভালো সুযোগ দিচ্ছে। আমরা অবশ্যই জানি যে এখানে ভালো করার জন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের ম্যাচ ধরে এগুতে হবে।’
বিদেশি কন্ডিশনে নিজেদের প্রস্তুতির উপর পূর্ণ আস্থা রাখছেন রোহিত। তিনি বলেন, ‘পার্থে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমরা সেখানে ৯ দিন ছিলাম, তারপর ব্রিসবেনে আসি। আমরা পার্থে কয়েকটি অনুশীলন ম্যাচ খেলেছিলাম শুধুমাত্র কন্ডিশন এবং উইকেটের সঙ্গে অভ্যস্ত হওয়ার জন্য। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা বিশেষভাবে কিছু বিষয়ের উপর ফোকাস করতে পেরেছি এবং বোলাররা কিছু বিষয়ে কাজ করেছে। নিজেদের প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় পাওয়ায় আমরা সত্যিই ভাগ্যবান।’
এসজি