ভারত-পাকিস্তান মহারণে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
মঞ্চ প্রস্তুত। এখন ভারত-পাকিস্তান লড়াই দেখার অপেক্ষা। অপেক্ষার প্রহর শেষ হবে রবিবার (২৩ অক্টোবর)। কাল বাংলাদেশ সময় দুুপুর ২টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
হাইভোল্টেজ ম্যাচটি উপভোগ করতে মুখিয়ে ক্রিকেটপ্রেমিরা। সবার উত্তেজনা মাটি করে দিতে পারে বৈরি আবহাওয়া। কেননা, ভারত-পাকিস্তান মহারণে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
মেলবোর্নের আকাশে এখন অস্থিরতা বিরাজমান। ম্যাচের প্রাক্কালে থেমে থেমে হচ্ছে ভারী বর্ষন। শনিবার সকালের বৃষ্টিতে ব্যহত হয়েছে পাকিস্তানের অনুশীলন। বিকালের দিকে আকাশে উঁকি দেয় সূর্য।
শুষ্ক আবহাওয়ায় অনুশীলন সেরে নিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। এরপর রাতে ফ্লাইডলাইটের আলোয় ফিল্ডিং অনুশীলনে ব্যস্ত সময় পার করেন বাবর আজমরা।
স্থানীয় আবহাওয়া ব্যুরো পক্ষ থেকে প্রাথমিক পূর্বাভাসে বলা হয়েছিল, মেলবোর্নে রবিবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৯৫ শতাংশ । হতে পারে ২০ মিলিমিটার বৃষ্টিপাত। শনিবার সন্ধ্যার (স্থানীয় সময়) আপডেটে বলা হয়েছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ এবং দুই থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উদ্বেগের বিষয় হলো যে সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি যখন ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সময়।
ম্যাচ পূববর্তী সংবাদ সম্মেলনে বৈরি আবহাওয়ার প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমি মেলবোর্নের আবহাওয়া সম্পর্কে শুনছি। এটা পরিবর্তন হতে থাকে। সকালে যখন ঘুম থেকে ওঠি, আমি আমার হোটেলের পর্দা খুলেছিলাম, তখন মেঘ ছিল। এখন আমরা সূর্যের আলো দেখতে পাচ্ছি। আপনি সত্যিই জানেন না যে আগামীকাল কি ঘটতে যাচ্ছে।’
ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়ে যাক তা চান না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শনিবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেছেন, ‘বৃষ্টি আমাদের হাতে নেই কিন্তু আমরা চাই ম্যাচটা হোক। মানুষ এটা দেখার জন্য মুখিয়ে আছে।’ এক কথায়, বৃষ্টির চোখ রাঙানি এড়িয়ে চিরশত্রুদের বিপক্ষে ম্যাচটা জিততে মরিয়া পাকিস্তান অধিনায়ক।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাইলজ অনুযায়ী রিজার্ভ ডে রাখা হয়েছে কেবলমাত্র দুই সেমিফাইনাল এবং ফাইনালের জন্য। বৃষ্টিবিঘিœত দিনে প্রতি ইনিংস ৫ ওভারের খেলা সম্ভব হলেও ম্যাচ মাঠে গড়াবে। বৃষ্টির বাগড়ায় এই কোনোটিই যদি আজ না হয়, তবে পরিত্যক্ত হবে ভারত-পাকিস্তান ম্যাচ এবং পয়েন্ট ভাগাভাগি হবে দুই দলের মধ্যে।
এমএমএ/