নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষ হলো। প্রথম রাউন্ডে লড়াই করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ৪ দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা হয়েছে জিম্বাবুয়ের। অন্যদিকে বাদ পড়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজসহ ৪ দল।
‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস এবং ‘বি’ গ্রুপ থেকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড জায়গা করে নিয়েছে মূল পর্বে। বাংলাদেশ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিলেও চোখ ছিল আজকের জিম্বাবুয়ে-স্কটল্যান্ডের ম্যাচে। কেননা এই গ্রুপের চ্যাম্পিয়ন দল হবে বাংলাদেশের পঞ্চম প্রতিপক্ষ।
শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। এর ফলে মূল পর্বে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে বাংলাদেশের গ্রুপে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। তারাই আবার বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ।
আগামী ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে টাইগাররা। আর জিম্বাবুয়ের বিপক্ষে নামবে ৩০ অক্টোবর নিজেদের তৃতীয় ম্যাচে।
নেদারল্যান্ডস তুলনামূলক দুর্বল দল হলেও তাদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পেলেও পরের ম্যাচে ১ উইকেটে হেরেছিল টাইগাররা।
অন্যদিকে চলতি বছরের জুলাইয়ের শেষে জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয় পেলেও প্রথমটিতে ১৭ ও দ্বিতীয়টিতে ১০ হারে হেরে সিরিজ হারে বাংলাদেশ। ফলে বিশ্বকাপে দুই দলের লড়াই কঠিন হবে তা বলাই যায়।
এসজি