স্কটল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে
শেষ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করল জিম্বাবুয়ে। স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জিম্বাবুয়ে। অন্যদিকে বিদায় ঘণ্টা বাজল স্কটল্যান্ডের।
শুক্রবার (২১ অক্টোবর) স্কটল্যান্ডের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করতে সক্ষম হয় তারা। ফলে সুপার টুয়েলভে জায়গা করে নিতে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৪ রান।
১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৭ রানে ২ উইকেট হারিয়ে বসে তারা। ৪ রান করে রেগিস চাকাভা ও রানের খাতা না খুলে ফিরেন ওয়েসলি মাধভেরে। দলের এমন বিপর্যয়ে ব্যাট হাতে হাল ধরেন অধিনায়ক ক্রেইগ এরভিন। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন শন উইলিয়ামস। ১২ বলে ৮ রান করে ফিরেন তিনি।
উইলিয়ামস ফিরে গেলেও এরভিনের সঙ্গে জয়ের লড়াই চালিয়ে যান সিকান্দার রাজা। ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেন তিনি। ২৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪০ রানের ইনিংস খেলেন তিনি। রাজার বিদায়ের পর ফিরেন এরভিনও। তিনি ৫৪ বলে ৬ চারে ৫৪ রান করেন। জিম্বাবুয়ের জয়ের ভিত গড়েই ফিরেন এই দুইজন।
শেষের দিকে মিল্টন শোম্বা ১১ বলে ১১ ও রায়ার্ন বার্ল ৫ বলে ৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হন সিকান্দার রাজা।
আয়ারল্যান্ডের হয়ে জোশ ডেভি ১৬ রান দিয়ে ২টি, ব্র্যাড হুইল ২৬ রান, মার্ক ওয়াট ১৯ রান এবং মাইকেল লিস্ক ৩৬ রান খরচ করে ১টি করে উইকেট শিকার করেন।
এসজি